ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মিজমিজির কয়েক বুথে ছিল না নৌকার এজেন্ট!

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ ডিসেম্বর ২০১৬

মিজমিজির কয়েক বুথে ছিল না নৌকার এজেন্ট!

স্টাফ রিপোর্টার/ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর প্রতীক নৌকা। এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের গাফলতির কারণে অনেক কেন্দ্রের বিভিন্ন বুথে নৌকা প্রতীকের কোন এজেন্ট পাওয়া যায়নি। আওয়ামী লীগের দুর্গখ্যাত সিদ্ধিরগঞ্জের মিজমিজিতেও কয়েকটি বুথে ছিল না নৌকার এজেন্ট। সরেজমিন গিয়ে দেখা যায়, ১ নম্বর ওয়ার্ডে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ ও ৭ নম্বর বুথে নৌকা প্রতীকের কোন এজেন্ট দেখা যায়নি। হাজী শামসুদ্দিন স্কুল কেন্দ্রের ২ নম্বর বুথেও নৌকার প্রার্থীর কোন এজেন্টকে পাওয়া যায়নি। এদিকে কাউন্সিলর প্রার্থী ও যুবলীগ থানা আহ্বায়ক মতিউর রহমান মতির বাড়ির পাশের কেন্দ্রও ৯৩ নম্বর সুমিলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ ও ৩ নং বুথে নৌকার কোন এজেন্ট ছিল না। অপরদিকে ওয়ার্ড নম্বর-৬ এর নূরে মদিনা দাখিল মাদ্রাসায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষের কোন এজেন্ট নেই। একই ওয়ার্ডের নূরে মদিনা দাখিল মাদ্রাসা কেন্দ্রের ৬ নম্বর বুথেও নৌকা এজেন্ট ছিলো না। ৮নং ওয়ার্ডের ধনকু-া পপুলার হাইস্কুল কেন্দ্রের ৬ বুথেও কোন নৌকার এজেন্ট ছিল না। সুষ্ঠু পরিবেশে নির্বাচন চলমান থাকলেও কেন এজেন্ট নেই। এ বিষয়ে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান দাবি করেন নৌকা প্রতীকের এজেন্ট রয়েছে। এ সময় নৌকা প্রতীক গলার ঝোলানো কার্ডধারী একজনকে সামনে এনে বলেন দেখেন তিনি রয়েছেন। তবে প্রতিটি কেন্দ্রের প্রতিটি বুথেই বিএনপি প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ধানের শীষ প্রতীকের এজেন্টদের স্বরূপ উপস্থিতি দেখা গেছে। এ বিষয়ে এসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, এজেন্ট নিয়ে কারও কোন অভিযোগ নেই। দুপুর দেড়টায় আওয়ামী লীগের প্রার্থী ডাঃ আইভী আদমজীর এম ডব্লিউ কেন্দ্রের সরেজমিন গিয়ে কোন কোন বুথে আপনার এজেন্ট নেই কেন? জানতে চাইলে তিনি জনকণ্ঠকে জানান, কেউ যদি এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দিয়ে থাকে তবে তখন আমার আর কোন কিছুই করার নেই। আমি মনে করি প্রতিটি ভোটারই আমার এজেন্ট।
×