ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ নির্বাচনে রেকর্ড ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ ডিসেম্বর ২০১৬

শান্তিপূর্ণ নির্বাচনে রেকর্ড ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিম) নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে হবে, এটা আমরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতিকে ওয়াদা দিয়েছিলাম। সেই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি। নাসিকে শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি হয়েছে। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার বিকালে ধানম-িস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নাসিক নির্বাচন ঘিরে কত সংঘাত কত তৃতীয় শক্তির কথা বলা হয়েছিল। শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনা অমূলক ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং তিনি যে গণতন্ত্রের মানসকন্যা- এটা তার প্রমাণ। অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়ায় নারায়ণগঞ্জবাসী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে এই নির্বাচন অনুষ্ঠিত করার মাধ্যমে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা প্রমাণ করেছে। এ সময় আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভীর জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, জনরায়ে আমাদের বিজয় হবে বলে আশা করছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে একইস্থানে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি বারবার নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চালায়। নাসিক নির্বাচনকে ঘিরেও সেটাই করছে তারা। জনগণের রায়ের জন্য বিএনপি অপেক্ষা করবে এমন আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন, ‘জনগণের রায় মেনে নিলে আওয়ামী লীগ বিএনপিকে ধন্যবাদ জানাবে।’ মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বিএনপিসমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবই ঠিকঠাক আছে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে। উৎসবমুখর নির্বাচন হচ্ছে।’ অথচ ঢাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বলছে, সেখানকার পরিস্থিতি নাকি ঠিক নেই।’ আইভীর জয় সুনিশ্চিত উল্লেখ করে হানিফ বলেন, ‘আইভী নারায়ণগঞ্জে পূর্বেও সিটি মেয়র ছিলেন। তিনি যে যোগ্যপ্রার্থী তা আগেই অনুমাণ করেছেন। তার মেধা, দক্ষতা, সাহসিকতা এবং নারায়ণগঞ্জের উন্নয়ন তাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। ফলে তার জয় সুনিশ্চিত।’
×