ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৭, ২৩ ডিসেম্বর ২০১৬

আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁর বদলগাছীতে চলতি রোপা আমন মৌসুমে উপজেলার চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্যগুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা পপি, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাফ্ফর হোসেন লিখন, উপ-সহ খাদ্যপরিদর্শক বাদল হোসেন, আওয়ামী লীগ নেতা বাবর আলী, মিলার আলহাজ শামসুল হক, ইউনুছ আলী, এখলাছুর রহমান, মোস্তাফিজুর রহমান চঞ্চল প্রমুখ। চলতি মৌসুমে ৩৩ টাকা কেজি দরে উপজেলায় ১৭৩ মেট্রিক টন চাল ২৪ মিলারের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে ওসিএলএসডি লিখন জানিয়েছেন। -নিজস্ব সংবাদদাতা, নওগাঁ রাবির উন্নয়ন কাজে ৩৬৩ কোটি টাকার অনুমোদন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের জন্য ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক উন্নয়ন পরিষদের (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন। উপাচার্য জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে নেয়া ৫০ বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করা হয়। সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় প্রথম চার বছরের জন্য ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান বাস্তবায়নের জন্য চার বছর পরপর একনেক থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ অনুমোদন দেয়া হবে। -রাবি সংবাদদাতা
×