ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোখলেসুর রহমান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

প্রকাশিত: ০৪:২৭, ২৩ ডিসেম্বর ২০১৬

মোখলেসুর রহমান জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক

মোঃ মোখলেসুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপপক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি এ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে (শিক্ষাবর্ষ ১৯৮০-৮১) স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি ব্যাংকের শাখা, এরিয়া অফিস, বিভাগীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দেশে-বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি জমে উঠেছে আবাসন মেলা অর্থনৈতিক রিপোর্টার ॥ একই সীমানার ভেতরে সুউচ্চ আবাসিক ও বাণিজ্যিক ভবন, খোলা জায়গা এবং নিত্যপ্রয়োজনীয় নাগরিক সুবিধা। সারাবিশ্বে এই আবাসন ব্যবস্থা ‘কনডোমিনিয়াম হাউজিং’ নামে পরিচিত। রাজধানীবাসীর সুবিধার জন্য বেশকিছু আবাসন প্রতিষ্ঠান করছে এ ধরনের হাউজিং প্রকল্প। ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) শীতকালীন আবাসন মেলায় ঘুরে এমন কয়েকটি প্রকল্প দেখা গেল। বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিনে দুপুর পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল কম। বিকেল থেকে তা বাড়তে থাকে। আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ক্রেতাদের সুবিধার্থে ফ্ল্যাটের পাশাপাশি এসব প্রকল্পে একই সীমানার ভেতরে স্কুল, কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, মসজিদসহ বিভিন্ন নাগরিক সুবিধা রাখা হচ্ছে। একসঙ্গে অনেক ফ্ল্যাট হওয়ায় এসব প্রকল্পের ফ্ল্যাটগুলো কিছুটা সাশ্রয়ী মূল্যের। মধ্যবিত্তদের সুবিধার কথা বিবেচনা করেই এমন আবাসন প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে তারা জানান।
×