ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বালাইনাশকের নিরাপদ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ

প্রকাশিত: ০৪:২৬, ২৩ ডিসেম্বর ২০১৬

বালাইনাশকের নিরাপদ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফসলকে বালাইয়ের আক্রমণ হতে সুরক্ষা প্রদানের লক্ষ্যে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বালাইনাশক বিষয়ক এক কর্মশালায় এ অভিমত ব্যক্ত করা হয়েছে। বালাইনাশক পণ্যের ব্যবহারে সর্বোচ্চ সুবিধা প্রাপ্তি এবং সম্ভাব্য যে কোন ঝুঁকি এড়ানোর জন্য ক্রপ লাইফ এশিয়া ও সুইস-কনট্যাক্ট ক্যাটালিস্টের সহায়তায় বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এ্যাসোসিয়েশন সম্প্রতি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক কর্মশালার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিসিপিএর চেয়ারম্যান রুমান হাফিজ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ মনজুরুল হান্নান। কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ উইং) কৃষিবিদ গোলাম মারুফ, শের-ই-বাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, সুইস কনট্যাক্ট ক্যাটালিস্টের ক্যাপিটালাইজেশন প্রধান গুপ্তা বাহাদুর বানজারা বিশেষ অতিথি ছিলেন। মনজুরুল হান্নান বলেন, সরকারী, বেসরকারী, উন্নয়ন সংস্থা ও কৃষকের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে দেশে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার নিশ্চিত করা খুবই জরুরী। তিনি বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার কার্যক্রম সম্প্রসারণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। প্রফেসর ড. কামাল উদ্দিন কৃষক পর্যায়ে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির জন্য দক্ষ মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্যে রুমান হাফিজ খাদ্য নিরাপত্তায় বালাইনাশকের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার উৎসাহিত করতে বিসিপিএর বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। বিসিপিএর সেক্রেটারি জেনারেল কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে বালাইনাশকের প্রয়োজনীয়তা ও বালাইনাশকের নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্ট সকলের সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহবান জানান। শেওলা স্টেশনকে একটি মডেল স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে ॥ এনবিআর চেয়ারম্যান স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেছেন, সিলেটের শেওলা স্টেশনকে একটি মডেল স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে। যাতে পরবর্তীতে সকল স্টেশনের আদলে গড়ে তোলা হয়। বাংলাদেশ-ভারতের ব্যবসাবান্ধব পরিবেশ আরও জোরদার করতে জকিগঞ্জে ফ্রেন্ডশিপ ব্রিজ তৈরি করা হবে। দি সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিলেট জেলা কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
×