ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে পেনিনসুলা চিটাগং

প্রকাশিত: ০৪:২৪, ২৩ ডিসেম্বর ২০১৬

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে পেনিনসুলা চিটাগং

দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে রয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। এই শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৫৭ বার ৩২ লাখ ৯৪ হাজার ৯৩৪টি শেয়ার লেনদেন করে। দরবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এই কোম্পানির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৭০ পয়সা দরে। এদিন কোম্পানিটি দুই হাজার ২২০ বার ৮৪ লাখ ২ হাজার ৭২১টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বড়দিন উপলক্ষে রবিবার পুঁজিবাজার বন্ধ থাকবে খ্রীস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে আগামী রবিবার পুঁজিবাজার বন্ধ থাকবে। ওইদিন পুঁজিবাজারে দাফতরিক কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আগামী রবিবার বড়দিন উপলক্ষে সরকারী ছুটি। তাই ওইদিন ডিএসই ও সিএসইতে কোন লেনদেন হবে না। উল্লেখ্য, আগামী সোমবার থেকে আবার আগের নিয়মে লেনদেন হবে পুঁজিবাজারে। -অর্থনৈতিক রিপোর্টার
×