ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উৎপাদনে যাচ্ছে এ্যাপোলোর এনওএফ প্রকল্প

প্রকাশিত: ০৪:২৪, ২৩ ডিসেম্বর ২০১৬

উৎপাদনে যাচ্ছে এ্যাপোলোর এনওএফ প্রকল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এ্যাপোলো ইস্পাতের এনওএফ প্রকল্প উৎপাদনে যাচ্ছে বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনসার আলী। ফলে এ্যাপোলো রাণী মার্কা ঢেউটিন কাক্সিক্ষত উচ্চতায় যাবে। এছাড়া বেশি উৎপাদন ক্ষমতা ও গুণগতমানসম্পন্ন পণ্য এ্যাপোলোর আগামীর দিনগুলোকে আরও শক্ত অবস্থানে দাঁড় করাবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এসব কথা বলেন। এদিন এ্যাপোলো ইস্পাতের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচালনা পর্ষদের ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশ (১০ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনসার আলী বলেন, এনওএফ প্রকল্প আরও আগে চালু করা সম্ভব ছিল। কিন্তু এ প্রকল্পের ভারি যন্ত্রপাতি ও সরঞ্জাম সংস্থাপনের জন্য বিদেশী প্রকৌশলীদের প্রয়োজন হলেও তা যথাসময়ে আনা সম্ভব হয়নি। কারণ সন্ত্রাসী হামলা, বিদেশীদের হত্যা এবং হলি আর্টিজানের ঘটনায় বিদেশী প্রকৌশলীরা বাংলাদেশে আসতে শঙ্কিত হয়ে পড়ে। এজিএমে কোম্পানির চেয়ারম্যান দীন মোহাম্মদ বলেন, আলোচ্য বছরে কোম্পানির মোট বিক্রির পরিমাণ ছিল ৫৩০ কোটি টাকা এবং নিট মুনাফার পরিমাণ ছিল ৭৫ কোটি ৩৪ লক্ষ টাকা। যা এ্যাপোলো ইস্পাতের ইতিহাসে সর্বোচ্চ। তিনি আরও জানান, প্রায় ২৯ বিঘা জমি যাচাই সাপেক্ষে ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। যেখানে বার্ষিক ২ লাখ মে.টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন স্কিন পাস সিআর মিল, ৩৬ হাজার মে.টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন কালার কোটেড ঢেউটিন এবং ৬০ হাজার মে.টন ক্ষমতাসম্পন্ন গ্যালভালিউম লাইন স্থাপন করা সম্ভব হবে। কোম্পানির চেয়ারম্যান দীন মোহাম্মদের সভাপতিত্বে এজিএমে ২০১৫-২০১৬ অর্থবছরের আয়-ব্যয় সম্পর্কিত আর্থিক অনুমোদন দেয়া হয়। এছাড়া অবসরে যাওয়া কোম্পানির দুজন পরিচালক মোহাম্মদ শোয়েব এবং এমএ মজিদকে পরিচালক পদে পুনর্নির্বাচিত করা হয়। এজিএমে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এমএ মজিদ, মোঃ রফিক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনসার আলী, উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আবুল হাসান।
×