ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘প্লাস্টিকের চাল’ জব্দ

প্রকাশিত: ০৪:২৩, ২৩ ডিসেম্বর ২০১৬

‘প্লাস্টিকের চাল’ জব্দ

নাইজিরিয়ায় ২ দশমিক ৫ টন ‘প্লাস্টিকের চাল’ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। অসাধু ব্যবসায়ীরা এ চাল আমদানি করেছিলেন বলে জানিয়েছেন তারা। লাগোসের কাস্টমসপ্রধান হারুনা মামুদু বলেন, উৎসবের ঋতুকে সামনে রেখে এ চাল বাজারে বিক্রির পাঁয়তারা হচ্ছিল। সিদ্ধ করার পর এই চাল খুবই আঠালো হয়ে যায়। শুধু ঈশ্বর জানেন, যদি মানুষ এটি খায় তবে কী ঘটবে। এ চাল কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গেল বছর চীনে চাল তৈরির প্লাস্টিকের টুকরার খোঁজ পাওয়া গিয়েছিল। খবর বিবিসির। লক্ষ্য দূষণ কমানো পরিবেশ দূষণ মোকাবেলায় জনগণকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে বাস ভাড়া কমিয়েছে দিল্লী সরকার। জানুয়ারিতে এক মাসের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া ১০ রুপী এবং সাধারণ বাসের ভাড়া ৫ রুপী করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লীতে দূষণের হার শীতকালেই সর্বোচ্চ থাকে। তাই ভাড়া কমানোর ফলে লোকজন বেশি করে বাসেই যাতায়াত করবে। -সংবাদ প্রতিদিন জুতা কিনতে পোপ... পোপ ফ্রান্সিস (৮০) হঠাৎ করে ভ্যাটিকান সিটির হোলি সি এলাকার এক ফার্মেসিতে গিয়ে নিজের বাতের ব্যথা নিরাময়ের জন্য একজোড়া অর্থোপেডিক জুতা কিনেছেন। তার এক ভক্ত এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার পর ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকে তার রোগমুক্তি কামনা করে মন্তব্য করেন। -এএফপি
×