ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোসাল মিডিয়াতে কেবল অন্যের পোস্ট দেখলে হতে পারে মন খারাপ

প্রকাশিত: ০২:০৬, ২২ ডিসেম্বর ২০১৬

সোসাল মিডিয়াতে কেবল অন্যের পোস্ট দেখলে হতে পারে মন খারাপ

অনলাইন রিপোর্টার ॥ ফেসবুক ব্যবহার করছেন, দেখছেন শুধু অন্যের কার্যকম- নিজে কিছুই করছেন না- এতে আপনার মন খারাপ হতে পারে। সোসাল মিডিয়াতে সক্রিয় না থাকার কারণে আপনি হতে পারেন ইর্ষার শিকার। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, যারা ফেসবুকের মত সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের সাথে কথাবার্তা না বলে শুধু অন্যের পোস্ট দেখে যাচ্ছেন, তাদের আবেগের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং জীবনের সন্তুষ্টি কমে যেতে পারে। এই গবেষণায় অংশ নিয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই মহিলা।
×