ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেড়ায় কার্বন উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২৩:৩১, ২২ ডিসেম্বর ২০১৬

বেড়ায় কার্বন উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

সংবাদদাতা, বেড়া, পাবনা ॥ পাবনার বেড়া উপজেলার মানিকনগরে পাটখড়ি থেকে কার্বন উৎপাদন ও রপ্তানীকারক প্রতিষ্ঠান কিউলিন ইন্ড্রাস্ট্রিস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির ম্যানেজার রফিকুল ইসলাম জানান, আজ বৃহস্পতি দুপুরের দিকে বয়লার থেকে আগুনের ফুলকী বের হয়ে আগুনের সূত্রপাত ঘটায়। আগুন চারদিকে ছড়িয়ে পরলে কার্বন উৎপাদনকারী একটি মেশিন ও ১২০ টন পাটখড়ি ও বিপুল পরিমাণ পলিথিন পুড়ে যায়। পরে বেড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পাটখড়ি পুড়িয়ে কার্বন উৎপাদন করে তা চীনে রপ্তানী করে আসছে।
×