ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নব্বইয়ের পর কোন সরকারই আমার ওপর সুবিচার করেনি ॥ এরশাদ

প্রকাশিত: ০৮:১৫, ২২ ডিসেম্বর ২০১৬

নব্বইয়ের পর কোন সরকারই আমার ওপর সুবিচার করেনি ॥ এরশাদ

বিশেষ প্রতিনিধি ॥ জাপা চেয়ারম্যান এরশাদ তাকে শৃঙ্খলের মধ্যে রাখার জন্য আওয়ামী লীগ-বিএনপি উভয়কে দায়ী করে তিনি বলেন, নব্বইয়ের পর কোন সরকারই আমার ওপর সুবিচার করেনি। বিএনপি আমলে দায়ের করা মামলা এখনও সচল রেখেছে সরকার। সবাই আমাকে শৃঙ্খলের দড়ি দিয়ে বেঁধে রাখতে চায়। বুধবার সুপ্রীমকোর্ট বার মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাপার প্রতিনিধি সম্মেলনে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, মামলা দিয়ে আর আমাকে কাবু করা যাবে না। এবার সব শৃঙ্খলের দড়ি ছিঁড়ে ফেলব। জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে। আগামী ১ জানুয়ারি জাপা প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ সফল করতে এ প্রতিনিধি সম্মেলনে এরশাদ আরও বলেন, ২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন থেকে ক্ষমতা ছেড়েছি, সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোন কূল-কিনারা পাইনি। এই দুঃখের দিনের অবসান ঘটাতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। আগামী ১ জানুয়ারির মহাসমাবেশে লাখ মানুষের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে- জাতীয় পার্টি ফেলনা দল নয়। সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশীদ, শেখ সিরাজুল ইসলাম, এসএম ফয়সল চিশতি, মীর আবদুস সবুর আসুদ ও হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।
×