ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দায়িত্বশীল ভূমিকা রাখুন ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইকবাল সোবহান চৌধুরী

প্রকাশিত: ০৮:১৪, ২২ ডিসেম্বর ২০১৬

দায়িত্বশীল ভূমিকা রাখুন ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইকবাল সোবহান চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ গণমাধ্যমের স্বাধীনতায় যেন কোন প্রকার আঘাত না লাগে সেজন্য নিজেদের দায়িত্বশীল হয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বুধবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত ১৮তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বার্ষিক সভায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের জমি ক্রয়ে কোন প্রকার দুর্নীতি করা হয়েছে কি না তা তদন্ত করতে সংগঠনটির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩ মাসের মধ্যেই রিপোর্ট দাখিল করবেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের নতুন স্বপ্ন দেখিয়েছেন। ইকবাল সোবহান ু চৌধৃুরী বলেন, সাংবাদিকদের স্বপ্নপূরণে বেশকিছু পদক্ষেপও নিয়েছেন। প্রধানমন্ত্রী সবসময়েই চান গণমাধ্যম বিকাশ লাভ করুক। গণমাধ্যম যাতে বিকাশ লাভ করে সেজন্য প্রধানমন্ত্রী জাতীয় প্রেসক্লাবে ৩১তলা মিডিয়া ভবনের ভিত্তি স্থাপন ও সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট গঠনসহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করছেন। তারই আন্তরিক চেষ্টায় গণমাধ্যম বিকশিত হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোস্তফা হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
×