ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড ॥ পাঁচ দোকান পুড়েছে

প্রকাশিত: ০৮:১৩, ২২ ডিসেম্বর ২০১৬

মুন্সীগঞ্জে বাজারে অগ্নিকাণ্ড ॥ পাঁচ দোকান পুড়েছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরের মাইজপাড়া বাজারে বুধবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে গেছে। শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় এক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে বাজারের একটি গোডাউনসহ ৫টি দোকান পুড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ড ॥ ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার জানান, জেলার আশুগঞ্জে আগ্নিকাণ্ডে পুড়ে গেছে জুট কাপড়ের একটি গুদাম। বুধবার সন্ধ্যার দিকে উপজেলা বৈইগর এলাকার আইয়ুব আলীর জুট কাপড়ের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে পাশের একটি মনিহারি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় জুট কাপড়ের গুদাম ও মনিহারি দোকানের মালামাল, আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান জুট গুদামের মালিক আইয়ুব আলী ও মনিহারি দোকানের মালিক আব্দুর রউফ ভূইয়া। খবর পেয়ে আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×