ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ বিএমএ নির্বাচন

প্রকাশিত: ০৭:৫৫, ২২ ডিসেম্বর ২০১৬

আজ বিএমএ নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ আজ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন-ডাঃ ইহতেশামুল হক চৌধুরী প্যানেল এবং বাম দল সমর্থিত ডাঃ এস এম ফজলুর রহমান-ডাঃ শাকিল আখতার প্যানেল অংশ নিচ্ছে অবশ্য বিএনপি সমর্থিত ড্যাব অনেক আগেই সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। নির্বাচনে অংশ না নিলেও ড্যাবের অদৃশ্য উপস্থিতি রয়েছে যা নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে। আজ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিএমএ সূত্র জানায়, এ বছর সারাদেশের ভোটার সংখ্যা ৩৬ হাজার ১৬৬। ঢাকায় ১৩ হাজার ৭০৪। বিএমএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ৫১। এর মধ্যে ৪৮ পদে নির্বাচন হবে। বাকি ৯ পদের মধ্যে ছয় কো-অপট সদস্য, দুজন বিএমএর সাবেক সভাপতি ও মহাসচিব (যদি তারা নির্বাচিত না হন) ও জার্নাল কমিটির চেয়ারম্যান হিসেবে একজন নিয়োগ পান। ২০১২ সালে বিএমএর সর্বশেষ নির্বাচন হয়। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডাঃ মোঃ মাহমুদ হাসান ও ডাঃ মোঃ ইকবাল আর্সলান প্যানেল বিজয়ী হয়।
×