ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেবে সরকার

প্রকাশিত: ০৭:৫১, ২২ ডিসেম্বর ২০১৬

দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষায় প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেবে সরকার

বিশেষ প্রতিনিধি ॥ দুর্যোগের ঝুঁকি থেকে প্রতিবন্ধীদের রক্ষায় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দেবে সরকার। এছাড়া আগামী ডিসেম্বরে ঢাকায় প্রতিবন্ধীবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বুধবার প্রতিবন্ধিতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। ১৮ সদস্যের জাতীয় টাস্কফোর্সের চেয়ারম্যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, আর পুতুল প্রধান উপদেষ্টা। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল সাংবাদিকদের বলেন, একটি কমিটি করা হয়েছে যারা আগামী এক বছর কাজ করবে। এই সময়ে প্রতিবন্ধীসহ বিভিন্নজনকে প্রশিক্ষণ দেয়া হবে। সিদ্ধান্ত হয়েছে কিশোর-যুবক প্রতিবন্ধীদের প্রশিক্ষণে প্রাধান্য দেয়া হবে, এজন্য প্রশিক্ষণ ম্যাটারিয়াল তৈরি করা হবে। স্পেশাল নিড ব্যক্তিদের স্পেশালভাবে ট্রেনিং দেয়ার জন্য কোর্স কারিকুলাম তৈরি হবে। কনটেন্ট তৈরি হলে আগামী জানুয়ারি থেকে শুরু করে এদের প্রশিক্ষিত করব। জরিপ করে প্রতিবন্ধীদের অবস্থান জানা হবে জানিয়ে শাহ কামাল বলেন, যখনই দুর্যোগ দেখা দেবে তখনই তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাব। কোন স্বেচ্ছাসেবক তাকে আশ্রয়কেন্দ্রে নেবে সেটাও আগে থেকে ঠিক করে রাখা হবে। আশ্রয়কেন্দ্রে পাঠানোর পর কোন চিকিৎসক তাকে দেখবেন, কোন সেবীকা দেখবেন, কার তত্ত্বাবধানে থাকবেন সেটাও সুনির্দিষ্ট করা হবে। দুর্যোগের পরে তাকে ছেড়ে দেয়া হলেও তার সঙ্গে যোগাযোগ রেখে তার বিশেষ প্রয়োজন সমাধান করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন দুর্যোগে অনেকে প্রতিবন্ধী হচ্ছেন জানিয়ে সচিব বলেন, ট্রমা সৃষ্টি করে কেউ ভয়ে (প্রতিবন্ধী) হয়, লঞ্চ ডুবিতে হয়, সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়, আগুনে পুড়ে হয়, শব্দ দূষণেও হয়। এগুলো কীভাবে কমিয়ে আনতে পারি সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। আগামী জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছাসেবক, প্রতিবন্ধীদের নিজের চলার জন্য সক্ষমতা সেক্টর বাই সেক্টর করব। হেলথ সেক্টরে কিছু করব, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্টরে হবে, নারী বিষয়ক মন্ত্রণালয়ে কিছু হবে। ডিসেম্বরে বিশ্ব সম্মেলন ॥ আগামী বছরের ডিসেম্বরে ঢাকায় প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশ্ব সম্মেলন আয়োজনে টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া জানিয়েছেন। তিনি বলেন, ২০১৫ সালের ১২ থেকে ১৪ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে আটটি ঘোষণা ছিল। সেই ঘোষণার কতগুলো বাস্তবায়ন করেছি, কতটুকু অগ্রগতি হয়েছে তানিয়ে আমরা আলোচনা করেছি। দুর্যোগ সচিব বলেন, সিদ্ধান্ত নিয়েছি ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে আরেকটি আন্তর্জাতিক সম্মেলন মাধ্যমে আমরা বিশ্বে প্রতিবন্ধীদের সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
×