ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

কনকর্ডের তৈরির ১৮তলা ভবন সলিমুল্লাহ এতিমখানাকে বুঝিয়ে দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৭:৩৬, ২২ ডিসেম্বর ২০১৬

কনকর্ডের তৈরির ১৮তলা ভবন সলিমুল্লাহ এতিমখানাকে বুঝিয়ে দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ না’গঞ্জ জেলা পরিষদ কজলিস্ট থেকে বাদ রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮ তলা ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় প্রদানকারী বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর বুধবার ১০৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ রায়ে ৩০ দিনের মধ্যে ১৮ তলা ভবন স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাকে বুঝিয়ে দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জের জেলা পরিষদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন কার্যতালিকা থেকে (কজলিস্ট) বাদ দিয়েছেন হাইকোর্ট। পরে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই তথ্য নিশ্চিত করেন।
×