ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই সময়ে গিটার শিল্পী তপন

প্রকাশিত: ০৬:৩৭, ২২ ডিসেম্বর ২০১৬

এই সময়ে গিটার শিল্পী তপন

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে যে কয়েকজন মেধাবী তরুণ গিটারিস্ট হিসেবে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে অন্যতম শাহরাজ চৌধুরী তপন। তবে মিডিয়া জগতে সবাই তাকে তপন নামেই চেনেন। এক্যুইস্টিক ও ইলেক্ট্রিক গিটার দুটিতেই তিনি সমান পারদর্শী। বর্তমান সময়ে তপন বিভিন্ন টিভি চ্যানেলের প্রোগাম, মঞ্চ, অডিও এ্যালবাম এবং চলচ্চিত্রের বিভিন্ন গানে নিয়মিতভাবে গিটার বাজিয়ে থাকেন। এসব মিডিয়ায় মেধার স্বাক্ষর রাখছেন সম্ভাবনাময় গিটারিস্ট তপন। নিজের সঙ্গীতচর্চার শুরু প্রসঙ্গে তপন জানান, বাসাবো-মাদারটেকের মাধবীলতা শিল্পীগোষ্ঠীর মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন। প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে তপনের সঙ্গীতচর্চায় কিছুটা বিরতি হয়। তবে এক সময় কলেজে ভর্তি হয়ে আবারও হাতে তুলে নেন গিটার। তার গিটারের হাতেখড়ি মাদারটেকের কল্লোলের কাছে। এরপর সিদ্ধেশ্বরীর কমলের কাছে গিটার শেখেন। লিটন অধিকারী রিন্টুর কাছেও কিছুদিন গিটার বাজানোর তালিম নিয়েছেন তপন। তপন আরও জানান, আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও মাসুমের কাছে গিটারের বেশকিছু বিষয় রপ্ত করেছেন। আইয়ুব বাচ্চুকে গিটারে আইডল মানেন তপন। পাশাপাশি কী-র্বোড প্লেয়ার রপতনু তার আর্দশ। গিটারিস্টের পাশাপাশি তপন একজন সঙ্গীতশিল্পীও বটে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত তার দুটি সলো এ্যালবাম রিলিজ হয়েছে। প্রথম এ্যালবাম ‘চতুর্থ মাত্রা’ রিলিজ হয়েছে এমটি মাল্টিমিডিয়ার ব্যানারে। দ্বিতীয় এ্যালবাম ‘স্বপ্নগুলো আমার’ রিলিজ হয়েছে লেজার ভিশনের ব্যানারে। এ্যালবামের গানের ভিডিও ইতোমধ্যে ইউটিউবে প্রশংসিত হয়েছে। বর্তমানে তৃতীয় একক এ্যালবামের কাজ করছেন তপন। এ প্রসঙ্গে তপন জানান, গিটারের পাশাপাশি গানটা করে যেতে চাই। তবে তিনি শখের বশে গান গাইলেও সফল গিটারিস্ট হওয়াই তার লক্ষ্য। তার নিজের একান্ত চেষ্টায় তিনি সফল গিটারিস্ট হিসেবে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তপন নিজ মেধা এবং অধ্যবসয়ের মাধ্যমে পৌঁছে যাবেন তার কাক্সিক্ষত লক্ষ্যে। তার জন্য শুভকামনা।
×