ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এনটিভিতে জাপানের ‘মারামোস স্টোরি’

প্রকাশিত: ০৬:৩৭, ২২ ডিসেম্বর ২০১৬

এনটিভিতে জাপানের ‘মারামোস স্টোরি’

স্টাফ রিপোর্টার ॥ জাপানের জনপ্রিয় পারিবারিক ড্রামা সিরিয়াল ‘মারামোস স্টোরি’ ধারাবাহিকভাবে প্রচার হবে এনটিভিতে। বাংলায় ডাবিংকৃত এই সিরিয়ালটি আগামীকাল থেকে প্রতি শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে। ঢাকার জাপান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। মারামো নামের ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে নিয়েই এই সিরিয়ালের কাহিনী। ব্যক্তিগত জীবনে সন্তান লালনের কোন রকম অভিজ্ঞতাই নেই তার। প্রিয় বন্ধুর মৃত্যুর সময় তার দুই যমজ সন্তানকে দত্তক নেয় মারামো, সঙ্গে একটি গৃহপালিত কুকুর। মজার বিষয় হচ্ছে, এই কুকুর আবার কথাও বলতে পারে। এই দুই সন্তান এবং কুকুরের সঙ্গে থেকে মারামো জীবনের অনেক প্রতিবন্ধকতাকে কাটাতে শেখে, আর সেই সঙ্গে ‘প্রকৃত পরিবারের’ অনুভব আস্বাদন করে। এনটিভি এবং জাপান ফাউন্ডেশনের সহযোগিতায়, সমসাময়িক জাপানী সংস্কৃতি এবং সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রাকে বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি দুটি দেশের সাংস্কৃতিক যোগসূত্রকে আরও দৃঢ় করে তোলাও এই আয়োজনের উদ্দেশ্য।
×