ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীতিমালা ভঙ্গের অভিযোগ ॥ এশীয় চারুকলা প্রদর্শনীতে পুরনো ছবি

প্রকাশিত: ০৬:৩৬, ২২ ডিসেম্বর ২০১৬

নীতিমালা ভঙ্গের অভিযোগ ॥ এশীয় চারুকলা প্রদর্শনীতে পুরনো ছবি

স্টাফ রিপোর্টার ॥ চারুকলা বিষয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন এশীয় চারুকলা প্রদর্শনীতে ভঙ্গ হচ্ছে নীতিমালা। আন্তর্জাতিক এ আসরে অন্তত দুটি পুরনো ছবি নতুন বলে চালিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে ‘১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৬’। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রদর্শনীতে অংশগ্রহণের নিয়মাবলীর ২নং শর্ত হচ্ছে- বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ইতোপূর্বে প্রদর্শিত শিল্পকর্ম এ প্রদর্শনীর জন্য গ্রহণযোগ্য নয়। প্রদেয় শিল্পকর্ম অবশ্যই ১ জানুয়ারি ২০১৪’র পর সৃষ্ট হতে হবে। কিন্তু একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে গিয়ে দেখা যায়, চিত্রশিল্পী এসএম সামসুর ‘রিক্সা’ শীর্ষক একটি চিত্রকর্ম গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, চিত্রকর্মটি একাডেমিতে অনুষ্ঠিত ২০১৫ সালের জাতীয় চারুকলা প্রদর্শনীতে ছিল। একই চিত্রকর্ম এবারের প্রদর্শনীতে রাখা হয়েছে। একই গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী হোসাইন আল বান্নার ‘আসক্তি’ শীর্ষক চিত্রকর্ম, যে চিত্রকর্মটি ‘২০তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০১৬’-তে প্রদর্শিত হয়। এ ব্যাপারে নাম জানাতে অনিচ্ছুক বেশ কয়েকজন চিত্রশিল্পী ক্ষোভ প্রকাশ করেছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এ অনন্য প্রদর্শনী ১৯৮১ সালে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এ প্রদর্শনী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে ৫৫৬ জন শিল্পীর শিল্পকর্ম থেকে বাছাই করে ১৪৮ জন শিল্পীর ১৫৪টি শিল্পকর্ম প্রদর্শনের জন্য মনোনয়ন দেয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের উল্লেখযোগ্য ৫৪জন আমন্ত্রিত চিত্রশিল্পীর ৫৪টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। অন্যদিকে প্রদর্শনীতে স্থান পেয়েছে ৫৪টি দেশের ১২৭ জন শিল্পীর ২৭৭টি শিল্পকর্ম। অংশগ্রহণকারী দেশগুলো থেকে শিল্পী, শিল্প সমালোচক, মিউজিয়াম কিউরেটরসহ মোট ১৪৬ জন বিদেশী এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত।
×