ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাইবার ক্রাইম নিয়ে চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’

প্রকাশিত: ০৬:৩৫, ২২ ডিসেম্বর ২০১৬

সাইবার ক্রাইম নিয়ে চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’

স্টাফ রিপোর্টার ॥ ইউটিউবে ট্রেলার প্রকাশের পর আলোচনায় আসা সাইবার ক্রাইম গল্প অবলম্বনে নির্মিত ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রটি আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। প্রযোজক এবং পরিচালক সূত্রে জানা গেছে, দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল। চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান আর চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইয়াসির নিজেই। চলচ্চিত্রটি নির্মাতার প্রথম চলচ্চিত্র হলেও এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে। ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেনÑ নওশিন নাহরীন, আদনান হিল্লোল ও কল্যাণ কোরাইয়া। এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন- বড়দা মিঠু, লামিয়া মিমো, প্রসূন আজাদ, রাইজা রশিদসহ আরও অনেকে। চলচ্চিত্রের জন্য আবহ সঙ্গীত করেছেন প্রত্যয় খান। ফাইনাল মিক্স এ্যান্ড ডিজাইন তির্থানক মজুমদার। সঙ্গীত পরিচলনা করেছেনÑ চিরকুট ব্যান্ডের ভোকাল পিন্টু ঘোষ এবং আহমেদ হুমায়ূন। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেনÑ সুকন্যা মজুমদার, আঁচল, সৌরিন এবং আরিফ। চলচ্চিত্রের সিনেমাফটোগ্রাফার হিসেবে ছিলেন সাহিল রনি। এর আগে চলচ্চিত্রটির একটি মোশন পোস্টার প্রকাশ করা হয়েছিল। সত্য ঘটনা অবলম্বনে ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে। সমাজে এমন ঘটনা হরহামেশাই ঘটে থাকে। কিন্তু নির্মাতা চেয়েছেন ঘটনাগুলোকে চলচ্চিত্রের পর্দায় তুলে আনতে। শুধু চলচ্চিত্র বানানোর জন্যই মুখোশ মানুষের জন্ম নয়, এর মধ্য দিয়ে সচেতন করতে চান তরুণ সমাজকে। ঠিক একই ভাবে মানুষকে সচেতন করতে চান সাইবার ক্রাইম সম্পর্কে। এটি একটি ‘এন্টি সাইবার ক্রাইম’ ক্যাম্পেন। এ সময়ের বেশকিছু সত্য ঘটনার আদলে তৈরি হয়েছে ‘মুখোশ মানুষ’। তবে খোলামেলা দৃশ্যের কারণে ইউটিউবে প্রচারের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে সমালোচনাও হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগে ‘মুখোশ মানুষ’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করা হয়। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ট্রেলারে চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যের চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকে আলোচনায় এসেছে চলচ্চিত্রটি। বিজয়ের মাসের অন্যতম আকর্ষণ এবং বছরের শেষ চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা।
×