ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিডিসি ফিন্যান্সের পুনঃকার্যক্রম শুরু

প্রকাশিত: ০৬:২৭, ২২ ডিসেম্বর ২০১৬

আইপিডিসি ফিন্যান্সের পুনঃকার্যক্রম শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি ফিন্যান্স লিমিটেড’ (আইপিডিসি ফিন্যান্স লিমিটেড) নামে বাংলাদেশে পুনঃকার্যক্রম শুরু করেছে আইপিডিসি। রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে একটি জমকালো আয়োজনে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের পুনঃকার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি। এছাড়াও অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মোমিনুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। ব্যাংক এশিয়ার ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার অরূপান্তরযোগ্য সাবওর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এই বন্ডের বৈশিষ্ট হচ্ছে অরূপান্তরযোগ্য, তালিকাভুক্তিতে যোগ্য নয়, সম্পূর্ণ অবসায়নযোগ্য এবং ফ্লটিং রেট সাবওর্ডিনেটেড বন্ড; এটি ৭ বছরে সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে। যা শুধু স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, কর্পোরেট বডি এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি টায়ার টু ক্যাপিটাল বেজ স্ট্রেনথের শর্ত পূরণ করবে। এই বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। বন্ডের ম্যানডেটেড লিড এ্যারেঞ্জার এবং ট্রাস্টি যথাক্রমে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার শ্রমবাজার সম্প্রসারণে দক্ষ কর্মী পাঠানোর তাগিদ বাংলাদেশ থেকে ১৬২টি দেশে জনশক্তি রফতানির দাবি করা হলেও, গত কয়েক বছর ধরে প্রধানত ৬-৭টি দেশেই সীমাবদ্ধ রয়েছে বাংলাদেশের শ্রমবাজার। এক্ষেত্রে বাজার সম্প্রসারণে আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে, জনশক্তি রফতানিতে গতি আনতে বিভিন্ন দেশের কাজের ধরন ও চাহিদা নিরূপণে সরকার কার্যকরী উদ্যোগ নিয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাভেদ আহমেদ। সরকারী হিসাবে বর্তমানে ১৬২টি দেশে জনশক্তি রফতানি করে বাংলাদেশ। তবে বাস্তবে, প্রধানত ওমান, কাতার ও সিঙ্গাপুরের মধ্যেই আটকে আছে জনশক্তি রফতানি। সৌদি আরব, জর্ডান ও লেবাননে নারী কর্মী যাওয়ায় ঘুরেফিরে ৬ থেকে ৭টি দেশেই সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার। শ্রম রফতানি বিশ্লেষণে দেখা যায়, ১৬২টি দেশের মধ্যে একশটি দেশে গত চার দশকে একশ জন কর্মীও যায়নি। -অর্থনৈতিক রিপোর্টার
×