ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসিক ব্যাংকের অবস্থা অন্য ব্যাংকের চেয়ে খারাপ

প্রকাশিত: ০৬:২৬, ২২ ডিসেম্বর ২০১৬

বেসিক ব্যাংকের অবস্থা অন্য ব্যাংকের চেয়ে খারাপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঋণ কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত ব্যাংক বেসিকের অবস্থা অন্য যে কোন ব্যাংকের চেয়ে খারাপ বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) গত এক বছরের লভ্যাংশের ১০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। মুহিত বলেন, অনেক ব্যাংকই ভাল করছে। কিছু কিছু ব্যাংক ভাল করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় আছে বেসিক ব্যাংক। ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেষ্টা করছে ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে। কিন্তু বেসিক কিছুই করতে পারছে না। রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের বাণিজ্যিক লোন তুলে দেয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এখন কৃষি লোন ভাল করছে। কেউ আর এখন ব্যাংক থেকে কৃষি লোন নিয়ে মেরে খায় না। তাই শুধু কৃষি লোন রেখে বাণিজ্যিক লোন তুলে দেয়া উচিত। অর্থমন্ত্রী বলেন, আমাদের ব্যাংকিং খাত অনেক প্রসারিত হয়েছে। ব্যাংক প্রসার হয়ে অনেক ভাল হয়েছে। অনেকের টাকা-পয়সা আছে, সেগুলো ব্যবহার করতে ব্যাংকিং ব্যবস্থা বাড়ানো উচিত। তিনি বলেন, ব্যাংকের সমস্যা আছে, প্রথমদিকে ব্যাংকিং নিয়মকানুন সঠিকভাবে পরিচালিত হয়নি। রাজনৈতিকভাবে মনোনয়ন সঠিক না হওয়ায় অনেকে শিল্পপতি হয়েছেন। আরও ২১ কর্মকর্তাকে জাতীয় প্রশিক্ষকের স্বীকৃতি স্টাফ রিপোর্টার ॥ পাবলিক প্রকিউরমেন্ট (সরকারী কেনাকাটা) বিষয়ে নতুন আরও ২১ কর্মকর্তাকে জাতীয় প্রশিক্ষকের স্বীকৃতি দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিউ) বিভিন্ন মন্ত্রণালয়ের কেনাকাটার সঙ্গে যুক্ত এই কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়। নতুন ২১ জনসহ সিপিটিইউয়ের পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক জাতীয় প্রশিক্ষকের সংখ্যা বর্তমানে ৬০ জনে উন্নীত হলো। বুধবার বিকেলে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে তাদের হাতে ‘জাতীয় প্রশিক্ষকের’ সনদ তুলে দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার রাজশ্রী পারালকার। স্বাগত বক্তব্য রাখেন সিপিটিইউ মহাপরিচালক ফারুক হোসেন। অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, পাবলিক প্রকিউরমেন্ট বিষয়টি জটিল এটি বুঝতে হলে এ সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞান ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
×