ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে কোম্পানির তথ্যগত ভুলে বিভ্রান্তিতে বিনিয়োগকারী

প্রকাশিত: ০৬:২৫, ২২ ডিসেম্বর ২০১৬

ডিএসইতে কোম্পানির তথ্যগত ভুলে বিভ্রান্তিতে বিনিয়োগকারী

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইটে তথ্যগত নানা ভুলে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। তালিকাভুক্ত ব্যাংক-বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানি বাদে অন্যান্য কোম্পানি একই আর্থিক বছর অনুসরণ করে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা প্রতিপালন করলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই তা মানছে না। নির্দেশনা জারির ৯ মাস পেরুলেও ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর আর্থিক বছর পরিবর্তন করা হয়নি। অভিযোগ আছে বিনিয়োগকারীরা ডিএসই ওয়েব পেজ থেকে সঠিক তথ্য পেতে বিভ্রান্তিতে পড়ছেন। অনেক সময় মূল্য সংবেদনশীল তথ্যেও ধূম্রজালের সৃষ্টি করে। সোহাগ নামের এক বিনিয়োগকারী বলেন, বিএসইসি আর্থিক বছর পরিবর্তন করার নির্দেশনা দিলেও ডিএসই তা করেনি। যেটা স্বেচ্ছাচারিতা ছাড়া কিছুই নয়। এখন মূল্য সংবেদনশীল তথ্য নিয়েও বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। যা ডিএসইর কাছে কাম্য নয়। দেখা গেছে, বেক্সিমকো গ্রুপের ৪টি কোম্পানি, স্কয়ার গ্রুপের ২ কোম্পানি, সামিট গ্রুপের সামিট পাওয়ার, ইনটেক, এ্যাপেক্স স্পিনিং, সিএমসি কামাল, ফ্যামিলি টেক্স, এইচ আর টেক্সটাইল, আরএন স্পিনিং, স্যাফকো স্পিনিং, জাহিন স্পিনিংসহ বহু কোম্পানির আর্থিক বছর এখনও পরিবর্তন করা হয়নি। চলতি বছরের ২৭ এপ্রিল প্রকাশিত বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওই নির্দেশনায় বলা হয়, ‘ফাইন্যান্স এ্যাক্ট ২০১৬ অনুযায়ী ব্যাংক ইন্স্যুরেন্স ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত আয়কর প্রদানকারী সব তালিকাভুক্ত কোম্পানিকে একই আর্থিক বছর জুলাই-জুন অনুসরণ করতে হবে। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। ১০ জুলাই প্রকাশিত অর্থ আইন-২০১৬ এর গেজেটে বহুজাতিক কোম্পানিগুলোকে সর্বজনীন হিসাব বছর প্রবর্তনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো বিদেশে অবস্থিত মূল কোম্পানির সঙ্গে মিল রেখে হিসাব বছর নির্ধারণ করতে পারবে। দেখা গেছে, ডিএসইতে বর্তমান তালিকাভুক্ত ২৯৪টি কোম্পানির মধ্যে নির্দেশনা অনুযায়ী ১৯৪টি কোম্পানির আর্থিক বছর হবে জুলাই-জুন। এর মধ্যে ব্যাংক খাতের ৩০ কোম্পানি, বিমাখাতের ৪৭ কোম্পানি, বহুজাতিক ১১টি কোম্পানি এবং ২৩টি আর্থিক প্রতিষ্ঠান- মোট ১১১টি প্রতিষ্ঠান এই নির্দেশনার বাইরে থাকবে। বাকি ১৯৪ কোম্পানির আর্থিক বছর পরিবর্তন হবে। তবে ওই কোম্পানিগুলো তাদের আর্থিক বছর পরিবর্তন করলেও ডিএসই তার ওয়েব সাইটে পরিবর্তন করেনি।
×