ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে শেয়ার কেনা-বেচার পরিমাণ কমেছে

প্রকাশিত: ০৬:২৪, ২২ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে শেয়ার কেনা-বেচার পরিমাণ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনটিতে সূচকের সাথে লেনদেনও কমেছে উভয় স্টক একচেঞ্জে। বেশিরভাগ কোম্পানির মূল্য সংশোধনের দিনে উভয় বাজারেই বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচার পরিমাণ কমেছে। তবে বিগত কয়েক বছরের চেয়ে এই ডিসেম্বরে শেয়ার বিক্রি করে টাকা নগদায়নের পরিমাণ কমেছে। ফলে শেয়ার বিক্রির চাপ কমেছে। যার প্রভাব পড়েছে সার্বিক লেনদেনে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় প্রায় ২০ শতাংশ লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৭৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৪৭ কোটি ৯৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৯৩২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, স্বল্প মূলধনী তবে মৌলভিত্তি বেশ কিছু কোম্পানির শেয়ারে দিনটিতে সকাল থেকেই বিক্রেতা ছিল না। বিশেষ করে জেএমআই সিরিঞ্জ এ্যান্ড ডিভাইস ও ইস্টার্ন লুব্রিক্যান্টসের বিক্রেতা ছিল না। এছাড়া খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েলের ব্যবস্থাপনা পর্ষদে পরিবর্তনের গুঞ্জনে টানা তিন দিন কোম্পানির বিক্রেতা ছিল না। একইসঙ্গে বস্ত্র খাতের আরএন স্পিনিং নামের কোম্পানিরও সারাদিন বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ারের দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯২৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৯১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, সিএমসি কামাল, গোল্ডেন হার্ভেস্ট, কেয়া কসমেটিকস, সামিট পোর্ট এলায়েন্স, শাশা ডেনিমস, এ্যাপোলো ইস্পাত ও ইফাদ অটোস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, শ্যামপুর সুগার, প্রগেসিভ লাইফ, মেঘনা কনডেন্স মিল্ক, ফাস্ট ফাইনান্স, দুলা মিয়া কটন, জুটস স্পিনার্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও পেনিনসুলা চট্টগ্রাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেয়া কসমেটিকস, এমারেল্ড অয়েল, এ্যাপোলো ইস্পাত, সামিট পোর্ট এলায়েন্স, বিএসআরএম লিমিটেড, আরএসআরএম স্টিল, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, আর্গন ডেনিমস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম।
×