ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমারের দুঃসময়

প্রকাশিত: ০৬:১৯, ২২ ডিসেম্বর ২০১৬

নেইমারের দুঃসময়

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বফুটবলের সেরা আক্রমণভাগ বার্সিলোনার। মেসি-নেইমার-সুয়ারেজ যে খেলেন স্পেনের এই জায়ান্ট ক্লাবটিতে। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ এখন সেরা ফর্মে। তাই দলও উড়ছে। তবে বার্সা ত্রয়ীর একজন কিন্তু নিষ্প্রভ! প্রতিপক্ষের জালে শেষ ৯ ম্যাচে কোন বল ঢুকাতে পারেননি নেইমার। বার্সার স্ট্রাইকার হিসেবে এই পরিসংখ্যানটা নিঃসন্দেহেই বেমানান। তবে ব্রাজিলিয়ান তারকার এমন পারফর্মেন্সে খুব বেশি উদ্বিগ্ন নন বার্সিলোনার অভিজ্ঞ কোচ লুইস এনরিকে। তার মতে, নিজের সেরা অবস্থানেই রয়েছেন নেইমার। নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতায় নেইমারের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচ খেলেছেন নেইমার। কিন্তু এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে মাত্র ছয়বার বল জড়িয়েছেন তিনি। এরফলে ক্রিসমাসের (বড় দিন) ছুটিতে যাওয়া নেইমার খুব একটা স্বস্তিতে নেই। বাংলাদেশ ক্রীড়া সমিতি পুনর্গঠন স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার ইসলাম তান্নার সভাপতিত্বে সম্প্রতি বাংলাদেশ ক্রীড়া সমিতির এক সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ক্রীড়া সমিতি পুনর্গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে ১৯৭১ সালে বাংলাদেশ ক্রীড়া সমিতি গঠিত হয়েছিল। সেই কমিটির অধীনে ভারতের বিভিন্ন স্থানে ফুটবল ম্যাচে অংশ নেয় স্বাধীন বাংলা ফুটবল দল। কমিটিতে সভাপতি হচ্ছেন তানভীর মাজহার ইসলাম তান্না। সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্যাটেল। সহ-সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন ও এ কে এম নওশেরুজ্জামান। সহ-সাধারণ সম্পাদক অমলেশ সেন। কোষাধ্যক্ষ এএফএম বদিউজ্জামান খসরু। সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফ আলী। দফতর সম্পাদক আবদুস সাত্তার মিয়া। সদস্য হিসেবে আছেন জাকারিয়া পিন্টু, এস এম আইনুল হক, প্রতাপ শঙ্কর হাজরা, শাহজাহান আলম, এনায়েতুর রহমান খান, লুৎফর রহমান, তসলিম উদ্দিন শেখ, শেখ আবদুল হাকিম, মোঃ কায়কোবাদ, বিমল কর, ফজলে সাদাইন খোকন, সুভাষ সাহা, আবদুল মোমেন জোয়ার্দার, আমিনুল ইসলাম সুরুজ, মুজিবুর রহমান, নিহার রঞ্জন দাস, অনিরুদ্ধ চট্টোপাধ্যায়, গোবিন্দ কু-ু, সঞ্জিত কুমার দে, বীরেন দাস বীরু, আবদুল খালেক, মোজাম্মেল হক, কানাই লাল শর্মা, মঈন সিনহা ও আবুল কাশেম খান। নৌবাহিনীর বার্ষিক ক্রীড়া সমাপ্ত স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ফুটবল, টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা বুধবার সমাপ্ত হয়েছে। ফুটবলে চূড়ান্ত খেলায় বানৌজা ঈসা খান দল ৪-০ গোলে বানৌজা তিতুমীর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বানৌজা ঈসা খান দলের এম আশিক এলাহী সেরা খেলোয়াড় বিবেচিত হন। নৌবাহিনীর ২০১৪-২০১৫ সালের দ্বিবার্ষিক খেলাধুলায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হিসেবে বানৌজা ঈসা খান দলকে ‘ক্রীড়া দক্ষতা চ্যা¤িপয়ন শিল্ড’ এবং দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হিসেবে বানৌজা তিতুমীর দলকে ‘ক্রীড়া দক্ষতা রানার্সআপ শিল্ড’ প্রদান করা হয়। অন্যদিকে টেনিস ও স্কোয়াশে মোট ৫টি দল অংশগ্রহণ করে। টেনিস এককের ফাইনালে কমান্ডার এসএম মেজবাহ উদ্দিন চ্যাম্পিয়ন ও লেফটেন্যান্ট কমান্ডার কেএস মাহমুদ রানার্সআপ হন। তাছাড়া টেনিস দ্বৈত প্রতিযোগিতায় কমান্ডার এমএমএইচ খান ও কমান্ডার এএম রিয়াদ চ্যাম্পিয়ন এবং কমান্ডার কেএ জামান ও লেফটেন্যান্ট কমান্ডার কাজী শাকুর মাহমুদ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। স্কোয়াশে ক্যাপ্টেন এসএম জামিল হোসাইন চ্যাম্পিয়ন এবং কমান্ডার এমএ গনি রানার্সআপ হন। সমাপনী দিনে নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
×