ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অশ্বিন-জাদেজার অনন্য রেকর্ড

প্রকাশিত: ০৬:১৯, ২২ ডিসেম্বর ২০১৬

অশ্বিন-জাদেজার অনন্য রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ৪২ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন ভারতের দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষ দু’টি স্থানই দখলে নিলেন দুই তারকা। ১৯৭৪ সালে সর্বশেষ বিষেন সিং বেদি ও ভগবথ চন্দ্রশেখর ভারতের দুই বোলার র‌্যাঙ্কিংয়ের প্রথম দু’টি স্থান দখল করেছিলেন। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অশ্বিন ২৮ উইকেট ও জাদেজা ২৬ উইকেট নেন। ফলে বোলারদের র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থানটাকে সুসংহত করেছেন অশ্বিন ও জাদেজা। অশ্বিন এক নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন ও জাদেজা দ্বিতীয়স্থানে উঠে এসেছেন। চলমান বছরের অক্টোবরে বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করেন অশ্বিন। ইংল্যান্ড সিরিজ শেষেও শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তার রেটিং ৮৮৭। তবে চেন্নাই টেস্টের আগে সপ্তম স্থানে ছিলেন জাদেজা। এক লাফে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন তিনি। এটি ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং জাদেজার। তার রেটিং পয়েন্ট ৮৭৯। অলরাউন্ডারদের তালিকাতেও যথারীতি শীর্ষে আছেন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চার হাফ-সেঞ্চুরিতে ৩০৬ রান করে ৪৮২ রেটিং পয়েন্ট অর্জন করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। তবে এই তালিকাতেও নজর কেড়েছেন জাদেজা। ৩৭৬ রেটিং নিয়ে তৃতীয়স্থানে উঠে এসেছেন তিনি। বল হাতে দুর্দান্ত নৈপুণ্যের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দুই হাফ-সেঞ্চুরিতে ২২৪ রান করেন জাদেজা। তালিকার দ্বিতীয়স্থানে আছেন বাংলাদেশের সাকিব-আল হাসান। তার রেটিং ৪০৫। টি২০ ম্যাচে রানের নতুন রেকর্ড স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের নতুন বিশ্ব রেকর্ড ঘটল নিউজিল্যান্ডে। দেশটির ঘরোয়া টি২০ টুর্নামেন্ট ‘সুপার স্ম্যাশে’ সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ল দু’দল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ও ওটাগো। বুধবার নিউজিল্যান্ডের নিউ প্লে মাউথে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৪৯ রান করে ওটাগো। এরপর জবাব দিতে নেমে ৪ উইকেটে ২৪৮ রান তুলে ১ রানে ম্যাচ হারে সেন্ট্রাল। ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বমোট রান হয়েছে ৪৯৭। ফলে ভেঙ্গে যায় এ বছরই আগস্টে যুক্তরাষ্ট্রের লোদারহিলে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে হওয়া ৪৮৯ রানের বিশ্ব রেকর্ডটি। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে করেছিল ৬ উইকেটে ২৪৫ রান। পরে ভারত করতে পারে ৪ উইকেটে ২৪৪ রান। সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ও ওটাগো ম্যাচে দু’দলের দু’জন করে খেলোয়াড় সেঞ্চুরি করেছেন। ওটাগোর হয়ে ৯টি চার ও ৮টি ছক্কায় ৫০ বলে ১০৬ রান করেন হামিশ রাদারফোর্ড। আর সেন্ট্রালের হয়ে ১২টি চার ও ৭টি ছক্কায় ৫৬ বলে ১১৬ রান করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। রাদারফোর্ড ৪৬ বলে ও জয়বর্ধনে ৪৮ বলে সেঞ্চুরির স্বাদ নেন। তারপরও রাদারফোর্ডের সেঞ্চুরিটি সার্থক, কারণ তার দল যে নাটকীয়ভাবে ১ রানে ম্যাচ জিতে নেয়।
×