ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ আন্দ্রে রাসেলের ব্যাট!

প্রকাশিত: ০৬:১৮, ২২ ডিসেম্বর ২০১৬

নিষিদ্ধ আন্দ্রে রাসেলের ব্যাট!

স্পোর্টস রিপোর্টার ॥ কালো রংয়ের ব্যাট, গোলাপী রংয়ের হাতল। একেবারেই অস্বাভাবিক চেহারার ব্যাট। তবে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সেটা নিয়ে ব্যাটিং করার অনুমতি দিয়েছিল বিগব্যাশ টি২০ লীগ কর্তৃপক্ষ। কিন্তু সিডনি সিক্সার্সের বিরুদ্ধে সিডনি থান্ডারের উদ্বোধনী ম্যাচের পরই আবার রাসেলের ব্যাটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মূলত আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতেই রাসেলের ব্যাটকে নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার শুরু হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বব্যাপী জনপ্রিয় টি২০ আসর বিগব্যাশ লীগ। এ ম্যাচে মুখোমুখি হয় সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। থান্ডারের হয়ে মাঠে নামেন রাসেল। তবে এদিন যে ব্যাট হাতে নেমেছেন সেটার জন্য তাকে অনুমোদন নিতে হয়েছে। সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করে কালো রংয়ের ব্যাট ও গোলাপী রংয়ের হাতলসহ কিম্ভূতদর্শন ব্যাট হাতে খেলার অনুমতি দেয় বিগব্যাশ কর্তৃপক্ষ। বেশিক্ষণ অবশ্য প্রতিপক্ষ বোলারদের ওই ব্যাট দেখতে হয়নি। ৭ বলে ৯ রান করেই সাজঘরে ফিরেছেন তিনি। ম্যাচে থান্ডার হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচের পর আরেকটি দুঃসংবাদ এসেছে থান্ডার শিবিরে। রাসেলের ব্যাটকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মাঠ আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে রিপোর্টে অভিযোগ করেছেন রাসেলের ব্যাট থেকে কালো রং উঠে তা লেগে গেছে বলে। যা বলের দৃশ্যমান হওয়াতে ঘাটতির তৈরি করেছে। সে কারণেই এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিগব্যাশ লীগ প্রধান এ্যান্থনি এভারার্ড এ বিষয়ে বলেন, ‘আমরা অনুমোদনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছি। কারণ যারা এটি তৈরি করেছে তাদের ব্যবহৃত রংটা উঠে বলের স্বাভাবিক রং পরিবর্তন করে দিচ্ছে। এটা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এখন মনে করছে ব্যাটটা কোনভাবেই খেলার ভাবমূর্তি অক্ষুণœ রাখতে পারছে না।’ বিগব্যাশের নিয়ম অনুসারে যে কোন রংয়ের ব্যাট একজন খেলোয়াড় ব্যবহার করতে পারবেন যদি সেটা প্রাথমিক অবস্থায় যে রংয়ে ছিল সেটাই ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অটুট থাকে। রাসেলের ব্যাট সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে। এ কারণে একই প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কালো রংয়ের ব্যাটে আর খেলতে পারবেন না তিনি।
×