ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী, বিজয় ও তুষারের সেঞ্চুরি

এনসিএলের দ্বিতীয় দিনে তিন শতক

প্রকাশিত: ০৬:১৮, ২২ ডিসেম্বর ২০১৬

এনসিএলের দ্বিতীয় দিনে তিন শতক

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনটি ছিল বোলারদের দখলে। দ্বিতীয় দিনটিতে তিনটি শতক হয়েছে। রংপুরের সোহরাওয়ার্দী শুভ ১২১ রান করেছেন। খুলনার এনামুল হক বিজয় ১৩৬ ও তুষার ইমরান ১০৮ রান করেন। ব্যাটসম্যানদের কাছ থেকে শতক পাওয়া দলগুলোই সবচেয়ে সুবিধাজনক স্থানে আছে। দ্বিতীয় স্তরে চট্টগ্রামের বিপক্ষে ৩৬৮ রানে এগিয়ে রয়েছে রংপুর। প্রথম স্তরে বরিশালের বিপক্ষে ১৯০ রানে এগিয়ে রয়েছে খুলনা। বাকি দুই ম্যাচের মধ্যে প্রথম স্তরে বিপাকে আছে ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরে রাজশাহী-সিলেটের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আজ ম্যাচের তৃতীয়দিন। এ দিনটিতেই কোন ম্যাচের গতি কোনদিকে যাচ্ছে, তা বোঝা হয়ে যাবে। প্রথম স্তর ॥ বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমদিন বরিশালকে ১৭১ রানে অলআউট করে দিয়ে খুলনা ১ উইকেট হারিয়ে ১০১ রান করেছিল। দ্বিতীয়দিন এনামুল হক বিজয় ও তুষার ইমরানের শতকে ৩৭১ রান করেছে। ১০৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে যাওয়ার পর তৃতীয় উইকেটে বিজয় ও তুষার মিলে ২১৭ রানের জুটি গড়েছেন। এ জুটিতেই অনেকদূর এগিয়ে যায় খুলনা। এরপর বরিশাল বিনা উইকেটে ১০ রান করলে বড় ব্যবধানেই এগিয়ে রয়েছে খুলনা। তবে ফতুল্লায় হওয়া দুই ঢাকার ম্যাচে ঢাকা মেট্রো বিপাকে পড়ে আছে। দলটি প্রথম ইনিংসে ১৬৬ রান করার পর ঢাকা বিভাগকে ১৮৭ রানে গুটিয়ে দেয়। মোহাম্মদ আশরাফুল ৩ উইকেট নেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২ উইকেট করে নেয়া দুই পেসার মোহাম্মদ শরীফ ও শাহাদাত হোসেন রাজিবের দুর্দান্ত বোলিংয়ে ২৭ রানেই হারায় ৪ উইকেট। ঢাকা বিভাগ থেকে ৬ রানে এগিয়ে গেলেও বিপদ এখনও দূর হয়নি। দ্বিতীয় স্তর ॥ সিলেটে দুর্দান্ত খেলে চলেছে রংপুর। সোহরাওয়ার্দীর শতকে প্রথম ইনিংসেই ৪৫০ রান করেছে রংপুর। চট্টগ্রাম ৫০ রান করতেই ২ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত দ্বিতীয়দিন শেষ হওয়ার আগে ৮২ রান করায় রংপুর এখনও ৩৬৮ রানের বড় ব্যবধানেই এগিয়ে রয়েছে। এখনও ফলোঅন এড়াতেই চট্টগ্রামের বাকি ১৬৯ রান। এ রান অতিক্রম করতে হবে। এরপর রংপুরকে পেছনে ফেলতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যেই পড়ে গেছে চট্টগ্রাম। বগুড়ায় রাজশাহী ও সিলেটের মধ্যে দুর্দান্ত লড়াই চলছে। রাজশাহী ২০৪ রানেই অলআউট হয়ে যায়। জবাবে সিলেটকে খুব বেশিদূর এগিয়ে যেতে দেয়নি। ২১৯ রানের বেশি করতে দেয়নি। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্বিতীয়দিন শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে জুনায়েদ সিদ্দিকীর অপরাজিত ৪২ রানে ৯২ রান করে রাজশাহী। ফলে ৭৭ রানে এগিয়ে রয়েছে রাজশাহী।
×