ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যদি পুরুষ হতাম...

প্রকাশিত: ০৬:১৭, ২২ ডিসেম্বর ২০১৬

যদি পুরুষ হতাম...

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছর একটি মাত্র গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন সেরেনা উইলিয়ামস। আর উইম্বলডন জিতেই জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ডে ভাগ বসান তিনি। বর্তমানে তাদের দু’জনের নামের পাশেই সমান ২২টি করে গ্র্যান্ডসøাম। সেইসঙ্গে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। তবে সেরেনার বিশ্বাস মেয়ের পরিবর্তে পুরুষ হলে তার নামের পাশে ‘কিংবদন্তি’র তকমাটা আরও আগেই বসে যেতো। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে সেরেনা উইলিয়ামস বলেন, ‘যদি পুরুষ হতাম তাহলে আমার মনে হয় আরও আগেই এ যাবতকালের সেরা হিসেবে বিবেচিত হতাম।’ মেয়ে হওয়ার কারণে নানান ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে সেরেনা উইলিয়ামসকে। আর কৃঞ্চাঙ্গ খেলোয়াড় হিসেবে তো আরও বেশি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। তার সঙ্গে বড় বোন ভেনাস উইলিয়ামসকেও এমন সব কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এতসব বাধা-বিপত্তির পরও সেরেনা উইলিয়ামস ছুটেছেন অপ্রতিরোধ্য গতিতে। এর পেছনে ৩৫ বছর বয়সী তার বড় বোন ভেনাস উইলিয়ামসকেই কৃতিত্ব দিয়েছেন। সেইসঙ্গে ভূমিকা রেখেছে তার শারীরিক গঠনও। গত মৌসুমেও অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়েছেন সেরেনা উইলিয়ামস। টেনিস কোর্টে প্রতিপক্ষের হুমকি ছিলেন তিনি। চার গ্র্যান্ডসøামের তিনটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন আমেরিকান কিংবদন্তি। কিন্তু সেই ফর্ম এ বছর ধরে রাখতে পারেননি। যে কারণে উইম্বলডন ছাড়া আর কোন মেজর ট্রফি জিততে পারেননি সেরেনা। মৌসুমের শেষ দিকে তো মারাত্মক ইনজুরিতে পড়ে যান তিনি। কাঁধের ইনজুরির কারণে রজার্সকাপ এবং ডব্লিউটিএ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসেও অংশগ্রহণ করতে পারেননি সেরেনা। যার কারণেই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে ছিটকে পড়েন কৃঞ্চকলি। তবে দমে যাননি সেরেনা। নতুন বছরের দ্বিতীয় দিনেই কোর্টে নামার কথা জানিয়ে দিয়েছেন তিনি। নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনে খেলার কথাও। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিততে পারলেই যে নতুন এক ইতিহাস গড়বেন আমেরিকান তারকা। জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফকে ছাড়িয়ে টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়বেন তিনি।
×