ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল ভারত

এখনই সন্তুষ্ট হতে চান না কোহলি

প্রকাশিত: ০৬:১৬, ২২ ডিসেম্বর ২০১৬

এখনই সন্তুষ্ট হতে চান না কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ টেস্টের সিরিজে ইংল্যান্ডকে ৪-০তে উড়িয়ে দিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল ভারত। গত বছর অস্ট্রেলিয়া সফরের মধ্যপথে নেতৃত্ব পেয়েছেন বিরাট কোহলি। তারপর ঘরে-বাইরে মিলিয়ে টানা পাঁচটি সিরিজ জয়, টানা ১৮ টেস্টে অপরাজিত থাকার রেকর্ড, দুরন্ত ব্যাটিং উপহার দিয়ে নিজে হয়েছেন ‘ম্যান অব দ্য সিরিজ’। তবু এখনই সন্তুষ্ট হতে চান না সেনসেশনাল এই উইলোবাজ। তার চোখ আরও ওপরে। ক্রিকেটের আভিজাত আঙিনায় নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চান কোহলি, ‘এটা সবে শুরু, ভিত তৈরি হলো, এখন যেটা অনেক বছর ধরে চালিয়ে যেতে হবে। আমরা যা করতে চাই, তার বিচারে এসব কিছুই নয়।’ চেন্নায়ে পঞ্চম ও শেষ টেস্টের শেষদিনে ইনিংস ও ৭৫ রানের নাটকীয় জয়ের পর বলেন ভারত অধিনায়ক। করুন নায়ারের অভিষেক সিরিজেই ট্রিপল সেঞ্চুরি, লোকেশ রাহুলের প্রায় ডাবল সেঞ্চুরি, দুই ইনিংসে স্পিনার রবীন্দ্র জাদেজার ১০ উইকেট, সিরিজে রবিচন্দ্রন অশ্বিনের ২৮ উইকেট- দারুণ একটি সিরিজ উপহার দেয়ায় সতীর্থদের প্রশংসা করতে ভোলেননি। কোহলি যোগ করেন, ‘আমি বলব কমপ্লিট পারফর্মেন্স। প্রথম ম্যাচে চাপের মধ্যে ড্র করার পর টানা চারটা টেস্ট জেতা। এরমধ্যে তিনটাতে টসে হেরে। অধিনায়ক হিসেবে আমার মনে হচ্ছে, এটা সম্পূর্ণ একটা সিরিজ। কোন না কোন সময় সবাই অবদান রেখেছে। এর মধ্যে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের কথা অনেকদিন মনে থাকবে’ কোহলি গর্বিত নেতৃত্বের দেড় বছরে পাওয়া দলীয় সাফল্যে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ ও গত টি২০ বিশ্বকাপ এই দুটি বাদ দিলে ২০১৬ সালটা আমাদের জন্য খুব ভাল গেছে। এশিয়া কাপ জিতেছি, দেশের মাটিতে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সিরিজ, বিদেশে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। দলটা যখন ভাঙ্গা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে, নতুন নতুন ক্রিকেটার উঠে আসছে, তখন এমন একটি বছরের অংশ হতে পারাটা অনেক গর্বের।’ প্রতিটা সিরিজে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সাফল্য আসছে। এটা কি তবে কোহলি’স টিম? ‘আমি কি করে বলব, সেটা তো আপনারা বলবেন।’ ক্রেজি কোহলির উত্তর। ইংলিশদের নাস্তানাবুদ করে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করেছে ভারত। চেন্নাই জয়ের পর তাদের রেটিং এখন ১২০। ৪-০তে সিরিজ জয়ের পর অন্তত ৫ রেটিং যোগ করেছে স্বাগতিকরা। অন্যদিকে ৪ পয়েন্ট হারিয়ে দ্বিতীয় স্থান থেকে চারে নেমে গেছে এ্যালিস্টার কুকের ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১০৫। মাঝের তিনটি স্থানে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে মৌসুম শেষ করা দল আইসিসির কাছ থেকে পাবে ১০ লাখ মার্কিন ডলার, দ্বিতীয় দল ৫ লাখ, বাকি দুটি দল ২ ও ১ লাখ ডলার করে। বিশ্ব ক্রিকেটে ভারত এখন তিন মোড়লের বড় মোড়ল। কোহলিদের এই সাফল্যে মাঠের দাপটটাও স্পষ্ট হলো। বড় দিনের ছুটি কাটাতে ইংলিশরা নিজ দেশে ফিরছে। ছুটি শেষে আবার ভারতে উড়ে এসে তিন ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি২০ খেলবে। বিতর্কিতভাবে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ালেও ভারতে যথারীতি রঙ্গিন পোশাকের নেতৃত্বে থাকছেন ইয়ন মরগান। আর স্বাগতিক শিবিরের দায়িত্বে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি।
×