ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার তেভেজ!

প্রকাশিত: ০৬:১৫, ২২ ডিসেম্বর ২০১৬

বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার তেভেজ!

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা করেছিলেন স্বদেশী ক্লাব বোকা জুনিয়র্সে। এরপর করিন্থিয়ান্স হয়ে ম্যানচেস্টারের দুই জায়ান্ট ক্লাবেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন কার্লোস তেভেজ। প্রিমিয়ার লীগ ছেড়ে ইতালিয়ান সিরি’এ লীগের চ্যাম্পিয়ন জুভেন্টাসেও ঝলক দেখিয়েছেন তিনি। তবে গত বছর নিজের দেশের প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সেই ফিরে আসেন কার্লোস তেভেজ। এখানেই ক্যারিয়ার শেষের স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু শেষ চমকটা যে তার এখনও বাকি। তা কী তেভেজ নিজেও জানতেন? মেসি-রোনাল্ডোদের টপকিয়ে তিনিই যে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ফুটবলারের তকমাটা গায়ে মাখতে যাচ্ছেন। হ্যাঁ এখানে মোটেই অবাক হওয়ার মতো কিছু নেই। চাইনিজ সুপার লীগের ক্লাব সাংহাই শেনহুয়া যে পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে তাতে কার্লোস তেভেজই বর্তমান বিশ্বফুটবলের সবচেয়ে দামি ফুটবলার। চীনা ক্লাবটির প্রস্তাবিত অর্থে সপ্তাহে কার্লোস তেভেজের মূল্য দাঁড়ায় ছয় লক্ষ ১৫ হাজার পাউন্ড। বার্ষিক হিসেবে তা ৩১.৯৮ মিলিয়ন পাউন্ড। বর্তমান বিশ্বফুটবলের সবচেয়ে দামি যে দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে তিন ও চার নাম্বারে অবস্থান যথাক্রমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং কার্লোস তেভেজেরই স্বদেশী লিওনেল মেসির। দুইয়ে জায়গা করে নিয়েছেন আরেক ব্রাজিলিয়ান বিস্ময় অস্কার। প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব চেলসি ছেড়ে অস্কারও পথ ধরেছেন চীনের। গত কয়েক সপ্তাহ ধরে অস্কারের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার বিষয়টিই ছিল আলোচনার শীর্ষে। কিন্তু এবার অস্কারকেও সরিয়ে সবার ওপরে তেভেজ। অস্কারকে বার্ষিক ২০.৮ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে চাইনিজ সুপার লীগের আরেক ক্লাব সাংহাই এসআইপিজি। তিন নাম্বারে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ থেকে পাচ্ছেন ১৯ মিলিয়ন পাউন্ড। ফুটবল মাঠে যার সময়টা এখন দারুণ কাটছে। কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদের জার্সিতে ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পান তিনি। তার আগে জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার। যা তার ক্যারিয়ারের চতুর্থ। রোনাল্ডোর চেয়ে একটি বেশি ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিও বার্ষিক ১৯ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পান। তার পরে আছে রোনাল্ডোর ক্লাব সতীর্থ গ্যারেথ বেল। বার্ষিক ১৮ মিলিয়ন পাউন্ড। তারপর ষষ্ঠস্থানে সাংহাই এসআইপিজির ব্রাজিলিয়ান তারকা হাল্ক। যার বার্ষিক আয় ১৬.৫ মিলিয়ন পাউন্ড। তারপর রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পল পোগবা, ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার, গ্র্যাজিয়ানো পেল্লে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। অথচ আসছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তেত্রিশ বছরে পা রাখতে যাচ্ছেন সাবেক জুভেন্টাসের এই তারকা ফুটবলার। প্রকৃতপক্ষে গত কয়েক মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করেছেন তাতে বয়স তো তার কাছে কেবল একটি সংখ্যাই। তা বুঝতে ভুল করেনি চীনের ক্লাবটিও। যে কারণেই তেভেজকে টার্গেট করেছে সাংহাই শেনহুয়া। বিশ্বের ধনীতম ফুটবলার হয়ে চীনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা এখনও বাকি। তবে রবিবার আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে কোলনের বিপক্ষে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তেভেজ। যে ম্যাচে বোকা জুনিয়র্স ৪-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। এই ম্যাচের ৯০ মিনিটে তাকে তুলে নেয়া হয়। ম্যাচ শেষে তার সতীর্থ ফুটবলার এবং সমর্থকদের কাছ থেকে আবেগাপ্লুত হয়ে বিদায় নেন তেভেজ। সমর্থকরা অবশ্য চাইছেন দেশের ক্লাবেই থাকুক তেভেজ। শেষ মুহূর্তে প্রাচীর টপকে এক সমর্থক তো মাঠের মধ্যেই ঢুকে পড়েন। তাকে পায়ে ধরে বোকাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ জানান। পরে তাকে জড়িয়ে ধরেন তেভেজ নিজেও। গ্যালারি থেকেও এদিন সে সময় শোনা যায় ‘কার্লোস তুমি যেও না’ ধ্বনি। বোকার কোচ ম্যাচ শেষে বলেন, ‘ও আমাকে সরাসরি কিছু জানায়নি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কিছু আগে আমি ওকে তুলে নিই। কারণ যাতে সমর্থকরা ওকে ঠিক মতো বিদায় জানাতে পারেন।’
×