ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার ‘কিসেঞ্জার’

প্রকাশিত: ০৫:৫৮, ২২ ডিসেম্বর ২০১৬

এবার ‘কিসেঞ্জার’

এবার প্রেমিক প্রেমিকাকে ইন্টারনেটের মাধ্যমে চুমুর অনুভূতি দিতে ‘কিসেঞ্জার’ নামে নতুন ডিভাইস তৈরি করেছে একদল গবেষক। অনলাইনে কথা বলা এবং একজন আরেকজনকে দেখতে পারলেও স্পর্শ করতে পারেন না তারা। তাই কেউ তার সঙ্গীকে চুমু দিতে চাইলে এতদিন তা ইমোজির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু নতুন ডিভাইসের মাধ্যমে তারা ইন্টারনেটের মাধ্যমে চুম্বন আদানপ্রদান করতে পারবেন। স্মার্টফোনের সঙ্গে উজ্জ্বল রঙের ‘কিসেঞ্জার’ যুক্ত করা যাবে। এর নিচের অংশে একটি প্লাস্টিক প্যাড রয়েছে যাতে ঠোঁট স্পর্শ করলে ইন্টারনেটের মাধ্যমে তার অনুভূতি অন্য প্রান্তে ডিভাইসে তার সঙ্গীর ঠোঁটে পৌঁছাবে। ডিভাইসটির প্রস্তুতকারী দলের সদস্য এমা ইয়ান ঝ্যাং বলেন, ‘চুম্বন হল অন্তরঙ্গতা এবং অনুভূতি প্রকাশের সরাসরি এবং সর্বজনীন অভিব্যক্তি।’ ইউনিভার্সিটি অব লন্ডনে অনুষ্ঠিত ‘লাভ এ্যান্ড সেক্স উইথ রোবটস’ শীর্ষক সভায় তিনি বলেন, ‘এটি আমাদের জন্য সম্পর্কের অন্তরঙ্গতা ও বন্ধন ধরে রাখার একটি উপায়। আগের কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল ডিভাইসটি। চাপ ধারণকারী সেন্সরের মাধ্যমে কাজ করে কিসেঞ্জার। আবার এতে ভিডিও কলিংয়ের সুবিধাও রয়েছে। এটির নির্মাতা বলেন ডিভাইসটি শুধু যৌন সম্পর্ক তৈরির মাধ্যম নয়, ‘পিতা-মাতাও যখন কাজে বাইরে থাকবেন তখন এর মাধ্যমে নিজের বাচ্চার গালে চুমু দিতে পারবেন। -মিরর অনলাইন।
×