ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নান্দনিক চট্টগ্রাম গড়তে সহযোগিতা চাইলেন চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৫৭, ২২ ডিসেম্বর ২০১৬

নান্দনিক চট্টগ্রাম গড়তে সহযোগিতা চাইলেন চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নান্দনিক ও স্বাস্থ্যসম্মত নগরী গড়তে জনগণের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামকে বিশ্বমানের নগরীতে উন্নীত করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বাসযোগ্য ক্লিন ও গ্রীন সিটিতে রূপ দিতে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের কাজও এগিয়ে চলেছে। এর জন্য নাগরিকদেরও এগিয়ে আসা প্রয়োজন। বুধবার দুপুরে কর্পোরেশনের বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র নাছির। তিনি বলেন, চট্টগ্রাম সুপ্রাচীন কাল থেকেই ঐতিহাসিক নগরী। সামুদ্রিক বন্দরের কারণে দেশ ও বিদেশে এ নগরীর রয়েছে সুনাম ও সুখ্যাতি। দৃষ্টিনন্দন চট্টগ্রাম গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে মেয়র বলেন, প্রতিকূলতা মোকাবেলা করে ইতোমধ্যেই সব ধরনের বিলবোর্ড অপসারণ করা হয়েছে। তবে বিলবোর্ড অপসারণের পরও নগরীর প্রাকৃতিক সৌন্দর্যকে প্রশ্নবিদ্ধ ও বিনষ্ট করার প্রয়াসে ব্যক্তি, সংগঠন ও সংস্থার নামে দেয়াল লেখা, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার ইত্যাদি দেয়াল, ভবন, ডিভাইডার, বিদ্যুতের ও টিএন্ডটির খুঁটিতেসহ নানা জায়গায় সেঁটে দেয়া হচ্ছে, যা অনাকাক্সিক্ষত ও নাগরিক স্বার্থের পরিপন্থী। সৌন্দর্য হানিকর এ ধরনের তৎপরতা সিটি কর্পোরেশনের ভিশনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তিনি অবিলম্বে সব ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার অপসারণ এবং অবৈধ দেয়াললিখন মুছে ফেলার আহ্বান জানান। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে শাস্তি বিধানে বাধ্য হবে বলে সতর্ক করে দেন। চসিক মেয়র সরকারী জায়গা, ফুটপাথ ও রাস্তা এবং খাল-নালা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, ব্যবসা বা অন্য ধরনের কার্যক্রমে লিপ্তদের অবিলম্বে তাদের অবৈধ স্থাপনা ও দখল ছেড়ে দেয়ার আহ্বান জানান। নাগরিক দায়িত্বের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবার সঙ্গে নগরবাসী সহযোগী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
×