ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিল্পী নিজামের দুটি কিডনিই নষ্ট চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৪৯, ২২ ডিসেম্বর ২০১৬

 শিল্পী নিজামের দুটি কিডনিই নষ্ট চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ কিডনি রোগে আক্রান্ত বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার ও সঙ্গীতশিল্পী মোঃ নিজাম সরকারের (৫২) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তাঁর দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই শিল্পী বর্তমানে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় বসবাস করছেন। সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করাতে তাঁকে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হয়। ২০০৪ সাল থেকে নিজের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। অবিলম্বে তাঁর একটি কিডনি প্রতিস্থাপনের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। কিডনি প্রতিস্থাপন ও আনুষঙ্গিক চিকিৎসার ব্যয় মেটাতে তাঁর অন্তত ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দরিদ্র এই শিল্পীর পক্ষে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। টাকার অভাবে তাঁর চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। আর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, মোঃ নিজাম সরকারের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর অসহায় পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে- ০১৭১২-৯৯৩৯১২ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ নিজাম সরকার, সঞ্চয়ী হিসাব নং-৩৪১১৬০১০১৫৯৫৭, সোনালী ব্যাংক লিমিটেড, কিশোরগঞ্জ শাখা। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×