ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার জিয়ানগরের ইউএনও বদলি

প্রকাশিত: ০৫:৪৮, ২২ ডিসেম্বর ২০১৬

এবার জিয়ানগরের  ইউএনও বদলি

বিডিনিউজ ॥ বিজয় দিবসের কুচকাওয়াজে আমৃত্যু সাজাপ্রাপ্ত কুখ্যাত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে সালাম গ্রহণ করানো নিয়ে তীব্র সমালোচনার মধ্যে মঙ্গলবার স্থানীয় থানার ওসি প্রত্যাহারের পর বুধবার পিরোজপুরের জিয়ানগরের ইউএনও মোঃ জাকির হোসেন বাচ্চুকে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ গাউস বুধবার ইউএনওকে বরগুনার বামনা উপজেলায় বদলির আদেশ দেন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জিয়ানগর উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা, কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাপরাধী সাঈদীপুত্র মাসুদ সাঈদী। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। উপজেলার ইঁদুরকানি থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগসাজশে প্রশাসনিক কায়দায় মাসুদ সাঈদীকে দিয়ে কুচকাওয়াজে সালাম গ্রহণ এবং মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট উপহার দেয়া হয় বলে অভিযোগ করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার। উল্লেখ্য, উক্ত সালাম গ্রহণ মঞ্চে মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়েছিলেন ওসি মোঃ মিজানুল হক, ইউএনও জাকির হোসেন বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
×