ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৭৪ কেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৭৪

প্রকাশিত: ০৫:৪৭, ২২ ডিসেম্বর ২০১৬

১৭৪ কেন্দ্রের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৭৪

আরাফাত মুন্না/ মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে বুধবার কথা হচ্ছিল একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তার সঙ্গে। কোন বিশৃঙ্খলার শঙ্কা আছে কি-না প্রশ্নে সাফ জানালেন, মেয়র প্রার্থী নিয়ে কোন শঙ্কা দেখছেন না তারা। তবে কাউন্সিলর প্রার্থী নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে তাদের। তিনি জানালেন, ‘২৭ ওয়ার্ডের ১৭৪ কেন্দ্রের মধ্যে ১৩৭টি কেন্দ্রে কম-বেশি গো-গোল সৃষ্টি করতে পারেন কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যে ৭৪ টি কেন্দ্র আমরা অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছি।’ এই গোয়েন্দা কর্মকর্তার মতো সাধারণ ভোটারের কাছ থেকেও একই ধরনের বক্তব্য পাওয়া গেছে। তারাও জানান, মেয়র প্রার্থীরা কিছুই করবেন না, তারা সুষ্ঠু ভোট চান। যা করবেন কাউন্সিলর প্রার্থীরাই। ওই গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জনকণ্ঠকে বলেন, নির্বাচনী প্রচার পর্যবেক্ষণ করে আমরা দেখেছি, প্রধান দুই দলের দুই মেয়র প্রার্থী কখনই কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেননি। তবে কয়েক কাউন্সিলর প্রার্থী বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডেই বেশি ঝামেলার শঙ্কা রয়েছে। আমরা উপরে রিপোর্ট পাঠিয়েছি, আশা করি সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মেয়র প্রার্থী নিয়ে শঙ্কা দেখছেন না ভোটাররাও ॥ ১৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নিয়ে শঙ্কার কথা সবার মাঝেই তো আলোচনা হচ্ছে, এটা নিয়ে ভোটারের মাঝে তাই শঙ্কা-উদ্বেগ, উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তবে মেয়র প্রার্থীরা কোন ধরনের হাঙ্গামা করবেন বলে তিনি মনে করেন না। জানতে চাইলে তোলারাম কলেজের ছাত্র রাহুল বললেন, কয়েক বছর ধরেই ভোটের চিত্র ভাল নয়। আর নারায়ণগঞ্জের প্রেক্ষাপট তো ভিন্ন। তিনি বলেন, এবার মেয়র প্রার্থীদের নিয়ে সমস্যা নেই। এখানে সুষ্ঠু নির্বাচনের জন্য আশঙ্কার কারণ হয়ে উঠেছেন কাউন্সিলর প্রার্থীরা। ৪ নম্বর ওয়ার্ডের ভোটার শিক্ষক রুবেল হোসেন জানান, এখন পর্যন্ত আমাদের মধ্যে ভোট নিয়ে কোন শঙ্কা কাজ করছে না। তবে নির্বাচনের পরে সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের ভোটার সিরাজুল ইসলাম জনকণ্ঠকে বলেন, কোন প্রার্থী কিংবা তাদের লোকজন কারো পক্ষে ভোট দিতে হুমকিধমকি দেয়নি। অনেক কাউন্সিলর প্রার্থী যে যার মতো ভোট চেয়ে গেছেন। তাদের ভোট দিতে হবে এমন কোন ভয়ভীতি দেয়নি। আশা করছি সুন্দরভাবেই ভোট দিতে পারব। অতিঝুঁকিপূর্ণ ৭৪ কেন্দ্র ॥ সর্বমোট ১৭৪ টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নারায়ণগঞ্জে দায়িত্বপালনকারী একটি গোয়েন্দা সংস্থা। কেন্দ্রগুলো হচ্ছে।- ১ নম্বর ওয়ার্ড জিয়াউল হক ইসলাম মডেল হাইস্কুল-বাতেন পাড়া, মিজমিজি পাইনাদি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ভোট কেন্দ্র-১, মিজমিজি পাইনাদি ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ভোটকেন্দ্র-২। ২ নম্বর ওর্য়াড: মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-২, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-৩, আনন্দলোক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, কান্দাহার। ৩ নম্বর ওয়ার্ড মাহমুদ ফেরদৌস মডেল স্কুল বাগমারা, সানারপাড় শেখ মরতুজা আলী উচ্চ বিদ্যালয় (পুরাতন ভবন)- সানারপাড়, গোল্ডেন চাইল্ড ইন্টা. স্কুল নিমাইকাশারী, বদরুন্নেছা আইডিয়েল স্কুল এ্যান্ড কলেজ রসুলবাগ, আলী আকবর মডেল হাই স্কুল রসুলবাগ, সানারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৪ নম্বর ওর্য়াড: পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, আটি। শিমরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিমরাইল। শিমরাইল দারুচ্ছুন্নাহ নেছারিয়া ছালিহা সিনিয়র মাদ্রাসা, শিমরাইল। ৫ নম্বর ওর্য়াড : সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এ্যান্ড কলেজ ভোটকেন্দ্র-১ আজবপুর, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এ্যান্ড কলেজ ভোটকেন্দ্র-২ আজিবপুর, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় কলাবাগ পূর্ব, সফুরা খাতুন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ভোটকেন্দ্র-১ গোদনাইল। ৬ নম্বর ওয়ার্ড সুমিলপাড়া সরকারী প্রাথমিক সুমিলপাড়া, নুরে মদিনা দাখিল মাদ্রাসা, সুমিলপাড়া, চর সুমিলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়- সুমিলপাড়া, আদমজীনগর এ্যাকটিভ হাই স্কুল- নতুন বাজার, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়-কদমতলী। ৮ নম্বর ওয়ার্ড পপুলার ধনকু-া হাই স্কুল-ধনকু-া, অস্থায়ী ভোটকেন্দ্র পপুলার ধনকু-া হাইস্কুলের সংলগ্ন, বি কে চাইল্ড হাই স্কুল, গোদনাইল বাসস্ট্যান্ড, তাঁতখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় তাঁতখানা-১, পাঠানটুলী আইলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়- আইলপাড়া, আব্দুল আজিজ বিদ্যা নিকেতন, এনায়েতনগর, জালকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জালকুড়ি। ৯ নম্বর ওয়ার্ড জালকুড়ি হাইস্কুল এ্যান্ড কলেজ (মহিলা ভোটকেন্দ্র)। ১১ নম্বর ওয়ার্ড ৪৬-৪৭ নং খানপুর বালক ও বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১২ নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ বার একাডেমি, খানপুর ভোটকেন্দ্র-১, নারায়ণগঞ্জ বার একাডেমি খানপুর ভোটকেন্দ্র-২, নারায়ণগঞ্জ বার একাডেমি খানপুর ভোটকেন্দ্র-৩। ১৩ নম্বর ওয়ার্ড : নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ঈদগাহ মাঠ, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ঈদগাহ মাঠ ভোটকেন্দ্র-১, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ঈদগাহ মাঠ ভোটকেন্দ্র-২, সরকারী তোলারাম কলেজ ভোটকেন্দ্র-১, সরকারী তোলারাম কলেজ ভোটকেন্দ্র-২। ১৬ নম্বর ওয়ার্ড: বাবুরাইল বেপারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশুবাগ বিদ্যালয় পশ্চিম দেওভোগ, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় দেওভোগ, বাবুরাইল বালক-বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-১, বাবুরাইল বালক-বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২। ১৭ নম্বর ওয়ার্ড : পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-১, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-২, জয়গোবিন্দ হাই স্কুল ভোটকেন্দ্র-৩। ১৮ নম্বর ওয়ার্ড: ১০ নম্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় শীতলক্ষ্যা, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল-শীতলক্ষ্যা, গোগনগর সমাজ কল্যাণ পরিষদ কমিউনিটি সেন্টার-শহীদনগর, নতুন গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়-শহীদনগর। ২০ নম্বর ওয়ার্ড: ৫২ নম্বর সোনাকান্দা বেপারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র-২, ৫১ নম্বর সোনাকান্দা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় সোনাকান্দা। ২১ নম্বর ওয়ার্ড: সালেহনগর তৈয়ব হোসেন বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। ২২ নম্বর ওয়ার্ড বন্দর শিশু নিকেতন কুমার পাড়া। ২৩ নম্বর ওয়ার্ড: একরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় উইলসন রোড ভোটকেন্দ্র-১, নবীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র-১, কদমরসুল ডিগ্রী কলেজ ভোটকেন্দ্র-১। ২৪ নম্বর ওয়ার্ড ৪৬ নম্বর কদম শরীফ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬২ নম্বর কাজী নজরুল সরকারী প্রাথমিক বিদ্যালয় চৌরাপাড়া। ২৫ নম্বর ওয়ার্ড: লক্ষণখোলা বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষণখোলা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২৬ নম্বর ওয়ার্ড: ঢাকেশ্বরী মিলস উচ্চ বিদ্যালয়। ২৭ নম্বর ওয়ার্ড: কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র-১। উল্লেখ্য, আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখানে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র রয়েছে। ভোটকক্ষ ১ হাজার ৩০৪টি। মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ প্রার্থী লড়ছেন এ নির্বাচনে।
×