ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য নির্যাতন ॥ গৃহবধূকে ফেলে স্বামীর পলায়ন

প্রকাশিত: ০৫:২৬, ২২ ডিসেম্বর ২০১৬

যৌতুকের জন্য নির্যাতন ॥ গৃহবধূকে ফেলে স্বামীর পলায়ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে যৌতুকের জন্য গৃহবধূকে তার স্বামী, দেবর ও ননদ বেধড়ক মারধর করেছে। গুরুতর আহত ওই গৃহবধূর নাম আফসানা আক্তার। সে শ্রীপুর উপজেলার কবর ঘাটা গ্রামের আসমত আলীর মেয়ে। আহত আফসানা ও স্বজনরা জানায়, শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের ইমাম উদ্দিনের ছেলে আমজাদ হোসেনের সঙ্গে চার বছর পূর্বে আফসানার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমজাদ এক লাখ টাকা যৌতুকের জন্য আফসানাকে নির্যাতন করে আসছে। যৌতুকের টাকা না পেয়ে আফসানার স্বামী, দেবর ও ননদ মিলে মঙ্গলবার মধ্যরাতে আফসানাকে বেধড়ক মারধর করে। এতে আফসানা জ্ঞান হারিয়ে ফেলে। পরে আহত ওই গৃহবধূকে অচেতন অবস্থায় ঘরের বাইরে উঠোনে ফেলে রেখে স্বামী ও বাড়ির লোকজন পালিয়ে যায়। পরদিন বুধবার খবর পেয়ে আফসানার স্বজনরা গিয়ে আফসানাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আফসানার বাবা আসমত আলী জানান, এক লাখ টাকা যৌতুকের জন্য স্বামী, দেবর ও ননদের এলোপাতাড়ি মারধরে ও লাঠির আঘাতে আফসানার ডান হাত ও ডান পা ভেঙ্গে গেছে। ফুলবাড়িয়ায় এমপিসহ সাত জনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও কলেজ শিক্ষকসহ দু’জন নিহতের ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিফাত খান রাজীবসহ সাত জনের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটির আহবায়ক অধ্যাপক আবুল হাশেম বাদী হয়ে বুধবার ময়মনসিংহের ২ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আদালত এই মামলায় কোন আদেশ দেননি বলে জানিয়েছেন বাদীর আইনজীবী গোলাম হোসেন। মামলার অপর আসামিরা হচ্ছে সংসদ সদস্য এ্যাডভোকেট মোসলেম উদ্দিনের পুত্র এ্যাডভোকেট ইমাদুল হক সেলিম, কলেজ অধ্যক্ষ নাছির উদ্দিন খান, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ফুলবাড়িয়া থানার এসআই রফিকুল ইসলাম রফিক ও এএসআই রতন। এই ঘটনায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। চার গ্রামে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ ডিসেম্বর ॥ বুধবার বিকেলে পোরশায় ৪টি গ্রামের ৪৩৫ গ্রাহকের বাড়ি বিদ্যুতের আলোতে আলোকিত হলো। উপজেলার সহরন্দ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলেন সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় উপজেলার বড়রনাইল, বড়রনাইল উল্টোপাড়া, চেম্রাপাড়া ও সহরন্দ গ্রামে বিদ্যুত বাতি ঝলমলিয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম, পোরশা জোনের ডিজিএম শাহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী প্রমুখ। পুষ্টি ও বিজ্ঞানমেলা নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ ডিসেম্বর ॥ বুধবার মাদারীপুরে মা ও শিশু ‘পুষ্টি ও বিজ্ঞানমেলা’ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আচমত আলী খান স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস। নেসলে টিউট্রিশন ইনস্টিটিউটের আয়োজনে এ মেলায় অংশ নেন সরকারী-বেসরকারী হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ গর্ভবতী মায়েরা। এ সময় মাতৃকালীন সময় থেকে নবজাতকের ২ বছর বয়স পর্যন্ত কি করণীয় এ বিষয়ে একটি প্রদর্শনী দেখানো হয়।
×