ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ লাশ উদ্ধার

স্কুলছাত্রীসহ তিন খুন

প্রকাশিত: ০৫:২৬, ২২ ডিসেম্বর ২০১৬

স্কুলছাত্রীসহ তিন খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ গোবিন্দগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছে পড়শী। ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর শিশু হত্যায় গ্রেফতার হয়েছে ফেরিওয়ালা। পার্বতীপুরে খুন হয়েছে ব্যবসায়ী। এছাড়া বগুড়ায় অজ্ঞাত যুবক, নাটোরে আদিবাসী যুবক, চট্টগ্রামে গৃহবধূ, রাজশাহীতে নবজাতক ও ফরিদপুরে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নামাপাড়া গ্রামে মঙ্গলবার রাতে তোজাম্মেল হোসেন তোজামকে (৫৫) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একই এলাকার প্রতিবেশী ছামছুল মিয়ার কাছে পাওনা টাকা চাইতে যায় তোজাম্মেল হোসেন তোজাম। একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিত-া দেখা দেয়। এ সময় ছামছুল মিয়া ও তার বাড়ির লোকজন তোজাম্মেল হোসেনকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরে রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। এদিকে রাতে তোজাম বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ছামছুলের তালাবদ্ধ ঘরে তোজামের লাশ দেখে পুলিশকে খবর দেয়। ব্রাহ্মণবাড়িয়া ॥ এক শিশুকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। নিহত তোফা মণি (৭) কাসাইট গ্রামের মাওলানা শফিকুল ইসলামের মেয়ে। বুধবার বেলা সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আরশাদুর রহমান নামে ফেরিওয়ালাকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে শিশু তোফা মণি স্থানীয় মুদি দোকান থেকে চকলেট কেনার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার সকালে বাড়ির পার্শ্ববর্তী ক্ষেতে স্থানীয়রা তোফার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পার্বতীপুর ॥ বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন বাঁশপুকুর গ্রামের আলী মর্তুজা ওরফে মিলনকে (৪৪) মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে। নিহত মিলনের বাবার নাম শাজাহান আলী মাস্টার। জানা যায়, নিহত মিলন ইলেক্ট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ী। ফুলবাড়ী পৌর শহরে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাজার খরচ নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফুলবাড়ী-বড়পুকুরিয়া বাজারের সড়ক সংলগ্ন বৈগ্রাম এলাকায় ধানের ক্ষেতে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। বগুড়া ॥ বুধবার বিকেলে শাজাহানপুর উপজেলায় আড়িয়াবাজার ঈদগাহ মাঠ এলাকা সংলগ্ন করতোয়া নদী থেকে অজ্ঞাত যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। পুলিশ জানায়, আমরুল ইউনিয়ন এলাকায় নদীতে ওই লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেয়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। নাটোর ॥ মলিন পাহান (১৮) নামে এক আদিবাসী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের দিয়ারভিটা পাওয়ার প্লান্ট এলাকায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মলিন পাহান সদর উপজেলার শঙ্করভাগ গ্রামের সাধারণ পাহানের ছেলে। পুকুর পাড় থেকে তার ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে মলিন পাহান রাজ মিস্ত্রির কাজে বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়ি ফিরেনি। সকালে দিয়ারভিটা এলাকার পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। চট্টগ্রাম ॥ নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার এক বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সদরঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সোনিয়া আক্তার (১৮) নামের এই নারীর স্বামী আলাউদ্দিন পেশায় একজন রিক্সাচালক। অভাবের তাড়নায় সোনিয়া আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারটি পশ্চিম মাদার বাড়ি এলাকার প্রগতি বেকারি কলোনিতে বসবাস করত। পুলিশ জানায়, দুই বছর আগে বিয়ে হয়েছিল আলাউদ্দিন ও সোনিয়ার। স্বামী পেশায় রিক্সা চালানোর পাশাপাশি ভোরে ও বিকেলে হোটেলে রুটি বানানোর কাজ করতেন। সংসারে ছিল অভাব। সে কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের ঘটনাও ছিল। মঙ্গলবার রাতে স্বামী আলাউদ্দিন রিক্সা নিয়ে বেরিয়ে যায়। এরপর গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের পথ বেছে নেয় সোনিয়া। রাজশাহী ॥ নগরীর শাহমুখদুম থানার নওদাপাড়া এলাকার ঝোপের মধ্য থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে রাজশাহী সরকারী মহিলা পলিটেকনিকের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, রাজশাহী সরকারী মহিলা পলিটেকনিকের পাশে ডোবা রয়েছে। ওই ডোবার পাশের ঝোপে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। ফরিদপুর ॥ সালথা উপজেলা থেকে কাঠ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আটঘর ইউপির জয়কাইল কালীবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। নিহত এসকেন সরদার (৪৫) বিবাহিত এবং এক ছেলের জনক। নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, এসকেন কাঠের ব্যবসা করতেন। তার কোন শত্রু ছিল না। মঙ্গলবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে যায়নি। বুধবার সকালে খবর পান যে তাল লাশ জয়কাইল কালীবাড়ি এলাকায় পড়ে আছে।
×