ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপরাধ দমনে খাঁচায় মাছ চাষ

প্রকাশিত: ০৫:২৪, ২২ ডিসেম্বর ২০১৬

অপরাধ দমনে খাঁচায় মাছ চাষ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ ডিসেম্বর ॥ হরিপুর উপজেলার বেতনা সীমান্তের নাগর নদীতে খাঁচায় মাছ চাষ করে অপরাধ নিরসনে কাজ করছে বিজিবি। সুফল মিলেছে বলে দাবি বিজিবি’র। তবে সংশ্লিষ্টরা বলছেন মাছ চাষ আরও বাড়ানো গেলে সীমান্তে অপরাধ আরও কমবে। ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ৭৫ কি মি দূরে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত। সীমান্তের পাশেই বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলেছে নাগর নদী। আর এই নদীতে গত ৩ মাস ধরে বিজিবির অর্থায়নে আলোকিত স্বনির্ভর সীমান্ত নামে একটি প্রকল্প হাতে নিয়ে খাঁচায় মাছ চাষ চলছে। প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয় এলাকার লোকজনকে। তারা ফিরে পায় কর্মসংস্থান। এক সময় এই সীমান্ত পারের লোকজন নদীর পানি অতিক্রম করে চোরাকারবারি কাজে লিপ্ত হতো। কিন্তু এখন অবস্থা কিছুটা ভিন্ন। এখন সীমান্তে অপরাধ কমছে। হরিপুর একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে কর্মসংস্থান নেই। কাজের সুযোগ কম। মানুষ কাজের অভাবে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। তাই তাদের জন্যই এই প্রকল্পটি হাতে নেয়া হয়। হরিপুর উপজেলার মানিকখারি, রুহিয়া, সিংহারি গ্রামের কয়েকজনসহ বিজিবির প্রকল্পে উপকারভোগীদের মধ্যে জয়নুল, কাদের, হাফিজুল জানান, বিজিবির খাঁচায় মাছ চাষের মাধ্যমে আমরা লাভবান হয়েছি। সীমান্তে অবৈধ কাজ ছেড়ে দিয়েছি। কিন্তু খাঁচায় মাছ চাষের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কঠিন। আমরা চাই আরও বড় পরিসরে মাছ চাষ করতে। তা না হলে ভালভাবে চলতে পারব না। ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল তুষার বিন ইউনুস জানান, আমরা এলাকার মানুষের সম্পূর্ণ সাপোর্ট দিতে পারছি না, তবে চেষ্টা করছি। আমরা মনে করি, সীমান্ত এলাকায় যারা অপরাধ করে তাদের নিজস্ব কিছু জায়গা জমি রয়েছে সেগুলোতে চাষাবাদ করে যারা জীবিকা নির্বাহ করবে পাশাপাশি নদীর পানিতে খাঁচায় মাছ চাষ করবে আমরা তাদের সহযোগিতা করব। আহত যুবকের মৃত্যু ॥ পিতা-পুত্র আটক নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২১ ডিসেম্বর ॥ চাঁদপুর শহরের কোড়ালিয়া রোড এলাকায় পূর্বশত্রুতার জের ধরে সাদ্দাম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মোখলেছুর রহমান ভুঞা ও তার ছেলে হৃদয়কে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের জামতলা এলাকা থেকে তাদের আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ। নিহত সাদ্দাম হোসেন কোড়ালিয়া এলাকার হাওলাদারবাড়ির আঃ খালেকের ছেলে। ট্রলারে ডাকাতি ॥ আহত ৫ নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ ডিসেম্বর ॥ জেলার হাওড় অধ্যুষিত ইটনা উপজেলায় ইঞ্জিনচালিত ট্রলারে নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় নান্টু নামে একজন গুলিবিদ্ধসহ ৫ যাত্রী আহত হয়েছে। এছাড়া নূরুল আলম নামে আরেক যাত্রী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার এলংজুড়ি ইউনিয়নের কাটাখাল এলাকার হাওড়ে এ ঘটনা ঘটে।
×