ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবনায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৫:২৪, ২২ ডিসেম্বর ২০১৬

পাবনায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান ॥ দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ ডিসেম্বর ॥ সুজানগর উপজেলার কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতী শিশুদের পাঠদান চলছে। যে কোন মুহূর্তে ভবনটি ধসে পড়ার আশঙ্কায় শিক্ষকদের উদ্বিগ্নতার মধ্যে শিক্ষাদান করতে হচ্ছে। জানা গেছে, কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ওই ভবনটি ১৯৯৩ সালে নির্মাণ করা হয়। চার কক্ষবিশিষ্ট ওই ভবনটি নির্মাণের পর আর সংস্কার করা হয়নি। বর্তমানে ভবনটিতে মারাত্মক ফাটল ধরার পাশাপাশি ইট সুরকি খুলে পড়াসহ ছাদের রড বের হয়ে গেছে। বর্ষাকালে ভাঙ্গা ছাদের তলায় শিক্ষাদান ব্যাহত হচ্ছে। অল্প বৃষ্টিতেই ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ বিদ্যালয়টিতে বিকল্প কোন ক্লাসকক্ষ না থাকায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস করতে হচ্ছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুর রশিদ জানিয়েছেন, স্কুল ভবনের ৪টি কক্ষ শিক্ষাদানে অনুপযোগী হলেও বাধ্য হয়ে পাঠদান চালু রাখা হয়েছে। যে কোন সময় ছাদ ধসে পড়ার আশঙ্কায় শিক্ষকদের উদ্বিগ্নতার মধ্যে পাঠদান করতে হচ্ছে বলেও তিনি জানান। উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঝুঁকিপূর্ণ ওই ভবনের তালিকা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই নতুন ভবন নির্মাণ করা হবে। বিভাগীয় দফতর স্থাপনে মতবিনিময় স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের চরসিরতায় নতুন বিভাগীয় সদর দফতর স্থাপনের লক্ষ্যে চরাঞ্চলবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা করেছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বিভাগীয় কমিশনারের উদ্যোগে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভাতে বিরোধীদলের নেতা ও ময়মনসিংহ সদর আসনের এমপি বেগম রওশন এরশাদ ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চরাঞ্চলের বসতভিটা রেখে খালি ও খাস জমিতে বিভাগীয় সদর দফতর স্থাপনের দাবি জানান হয়। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম, এ্যাডভোকেট আনিসুর রহমান প্রমুখ।
×