ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাভারে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৫:২৪, ২২ ডিসেম্বর ২০১৬

সাভারে জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২১ ডিসেম্বর ॥ জমি দখলকে কেন্দ্র করে সাভারে এলাকাবাসীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক এলাকাবাসী। বুধবার ভোর রাতে সাভারের টান গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ভোর রাতে টান গেন্ডা এলাকায় মনোয়ার হোসেন মিষ্টু নামের এক ব্যক্তির বাড়িসহ পাঁচ শতাংশ জমি দখল করে নেয় উলাইল এলাকাস্থ একটি শিল্প প্রতিষ্ঠান। এ সময় তারা ওই জমির চারপাশে টিনসেড দিয়ে বেড়া দিয়ে দেয়। এ প্রেক্ষিতে ওই বাড়ির ভেতরে আটকা পড়ে অন্তত ১২ জন ভাড়াটে। ওই প্রতিষ্ঠানের ভাড়াটে সন্ত্রাসীরা এ সময় ওই পরিবারের ১০ জনসহ অর্ধশতাধিক এলাকাবাসীকে পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা এ সময় ওই এলাকায় ইট-পাটকেল নিক্ষেপ করে ১০টি বাড়ি ভাংচুর করে। ওই শিল্প প্রতিষ্ঠানের ভাড়াটে সন্ত্রাসীরা ওই এলাকায় অন্তত বিশ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এলাকাবাসীর অভিযোগ- পুলিশ ওই শিল্প প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছে। বাঘায় বালুর দাম বৃদ্ধি ॥ প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় বালু মহাল ইজারা নেয়া দুই ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় পরিবহন শ্রমিকরা। বালুর দাম ইজারা মূল্যের চেয়ে ৪ থেকে ৫ গুণ বেশি ধরায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়েরের পর তারা বিক্ষোভ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় তিনটি বালু মহাল রয়েছে। এগুলোর মধ্যে কিশোরপুর ও লক্ষ্মীনগর মহাল ইজারা নিয়েছেন ছাত্রলীগ নেতা মেরাজ উদ্দিন। এর মধ্যে লক্ষ্মীনগর তদারকি করছেন মীরগঞ্জ এলাকার কালাম মোল্লা। অপর ঘাট চকরাজাপুর পেয়েছেন চারঘাট উপজেলার হাবিব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। তবে এটি দেখভাল (পরিচালনা) করেন চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আলম। অভিযোগ রয়েছে, গত বছর এক ট্রাক বালু ৮শ’ থেকে ১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। অথচ এবার এক ট্রাক বালু বিক্রি করা হচ্ছে ২ হাজার থেকে ২২শ টাকায়। ফলে বালু কিনতে পারছেন না গৃহ নির্মাণকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠনগুলো। এ বিষয়ে জানতে চাইলে মহালের ইজারাদার ও ছাত্রলীগ নেতা মেরাজ উদ্দিন বলেন, গত বছর যে মহাল ৭ লাখ টাকায় ইজারা নিয়েছিলাম এবার তার ইজারা মূল্য হয়েছে ২২ লাখ টাকা। এ কারণে বালুর দাম বাড়ানো হয়েছে।
×