ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরল হরিণ শিকারে সমালোচিত ম্যারাডোনা

প্রকাশিত: ০৫:২০, ২২ ডিসেম্বর ২০১৬

বিরল হরিণ শিকারে সমালোচিত ম্যারাডোনা

ম্যারাডোনা আর বিতর্ক যেন একই সুতোয় গাঁথা। হয়ত আর্জেন্টাইন কিংবদন্তি বিতর্কের পেছনে থাকেন, না হয় বিতর্ক তার পেছনে ধেয়ে আসে। আবারও এক কা- ঘটিয়ে সমালোচিত হলেন ফুটবলের এ ঈশ্বর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এ্যারাবিয়ান অরিক্স (একজাতীয় কৃষ্ণসার বিরল হরিণ) শিকার করেছেন দিয়েগো ম্যারাডোনা। বাঁহাতে হরিণ আর ডানহাতে ছিল একটি বন্দুক। এ প্রজাতির হরিণ এখন খুব একটা নেই। ১৯৮৬ সালে এই এন্টেলোপকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ কমিটি (আইইউসিএন)। আর ২০১১ সালের এক হিসাবমতে, মাত্র এক হাজার অরিক্স টিকে আছে উন্মুক্ত পরিবেশে। ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়ে যাওয়ায় সমালোচিত হচ্ছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এ তারকা। -ওয়েবসাইট ১০২ বছর বয়সে অস্ট্রেলিয়ায় ১০২ বছর বয়সী বিজ্ঞানী ডেভিড গুডাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণায় ফিরেছেন। স্বাস্থ্যগত নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে তাকে ক্যাম্পাস থেকে সরিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়ার এডিথ কোওয়ান ইউনিভার্সিটি। আগামী বছর থেকে বাসায় বসে কাজ করতে বলা হয় গুডালকে। বিজ্ঞানী গুডাল প্রতিবেশের ওপর ৭০ বছর থেকে কাজ করছেন। - বিবিসি টয়লেট হাউস! দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে গড়ে তোলা হয়েছে টয়লেট হাউস। নামের যথার্থতা রক্ষা করতে কমোডের আদলে তৈরি করা হয়েছে এর অবকাঠামো। দু’টি বেডরুম, দু’টি গেস্টরুম ও অন্যান্য রুম নিয়ে গড়া ভবনটিতে রয়েছে অত্যাধুনিক সব সুবিধা। ওয়ার্ল্ড টয়লেট এ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান সিম জ্যা-ডাক নকশা তৈরি করেছেন এ টয়লেট হাউসের। বিশ্ব স্যানিটেশন ব্যবস্থায় কোরিয়ান সরকারের ভূমিকাও যেন প্রকাশিত হয়, সে লক্ষ্যেও এটি নির্মাণ করা হয়েছে। -ইয়াহু নিউজ।
×