ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৈলাশ প্রসাদ গুপ্ত

অপ্রাপ্তির দু’ছত্র

প্রকাশিত: ০৫:১৮, ২২ ডিসেম্বর ২০১৬

অপ্রাপ্তির দু’ছত্র

আমি দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি ও এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের পরীক্ষক। জেএসসি পরীক্ষার ২০১৫ সালের ও ২০১৬ সালের খাতা দেখে জমা দিয়েছি। ২০১৫ সালের জেএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ২০১৫ সালেই। কয়েকদিন পর ২০১৬ সালেরও পরীক্ষার ফল প্রকাশ হবে। কিন্তু দুঃখের বিষয় ২০১৫ সালের খাতা দেখার সম্মানী ভাতা এখনও পাইনি। কবে পাব এ খবরও প্রধান পরীক্ষকবৃন্দ জানাতে পারলেন না। শুধু আমি না, সকল পরীক্ষকেরই একই অবস্থা। তবে পাব, মার যাবে না। একটা গানের লাইন মনে পড়ে- টাকা তুমি সময় মতো আইলা না। টাকা তুমি দেখতে গোল, কর তুমি গ-গোল। এ বছর বিশ্ব বাংলা ৭-৮ মার্চ ২০১৬ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনে অনুষ্ঠিত হয়। লেখক-পাঠক-সম্পাদকের বৈশ্বিক সম্মেলনে যোগ দিয়ে লেখক হিসেবে স্বীকৃতি লাভ করেছি। এই সম্মেলনের কারণে ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেওয়ার ২৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছিল। যে প্রেসক্লাবের সদস্য ছিলাম, সেই রা.বি. প্রেসক্লাবে কয়েক ঘণ্টা কাটিয়েছিলাম প্রেসক্লাবের সম্পাদকের সঙ্গে। লেখক-পাঠক-সম্পাদকের বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠানে অতিথি হিসেবে অনেকের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য নূহ্-উল আলম লেনিন উপস্থিত ছিলেন। অতীতে একই পথের পথিক ছিলাম আমরা। লেনিন ভাইয়ের সঙ্গে ঐ সম্মেলনে সাক্ষাত হয়েছিল। পরিচয়ও দিয়েছিলাম, কিন্তু কেন জানি তিনি উদাসীন ছিলেন। কোন আগ্রহ, আন্তরিকতা, কুশলাদি বিনিময় কিংবা কোন বাক্যালাপ পর্যন্ত হয়নি। তিনি নীরব। ফুলবাড়ী, দিনাজপুর থেকে
×