ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফসানা মিমি সোনালী

বর্ষবিদায় ও বর্ষবরণ

প্রকাশিত: ০৫:১৭, ২২ ডিসেম্বর ২০১৬

বর্ষবিদায় ও বর্ষবরণ

‘দুনিয়ার বুকে বিদায়ী সবাই চিরন্তর কেহ নয়, আগমন যাহার গমন তাহার চলেছে এধারায়’। কবির এ আবেগ আপ্লুত বাণীই বলছে জগতে কোন কিছুই চিরস্থায়ী নয়। আগে কখনও স্থায়িত্ব পাইনি এবং পরেও তা পাবে না। ২০১৬ সালের বিদায় লগ্নে চোখের সামনে ভেসে উঠছে বিদায় নেওয়া স্মৃতি বিজড়িত ক্ষণগুলো। সত্যিই বিদায় বড় কষ্টের। আমরা কেউ বিদায় নিচ্ছি আবার কেউ বিদায় দিচ্ছি। সব বিদায় একরকম নয়। কোন কোন বিদায় আনন্দের হলেও কিছু বিদায় তীব্র ব্যাথাতুর। কেমন করে যে, একটি বছর, ১২টি মাস, ছয় ঋতু, ৫২টি সপ্তাহ, ৩৬৫ দিন, ৮৭৬০ ঘণ্টা, ৫২৫৬০০ মিনিট এবং ৩১৫৩৬০০০ সেকেন্ড পেরিয়ে গেল ভেবে দেখেছেন কি কেউ? কতটা ন্যায় কতটা অন্যায় দ্বারা সাজানো ছিল আপনার বছরটি? আমাদের কাছ থেকে ২০১৬ সাল বিদায় নিচ্ছে। এর সঙ্গে-সঙ্গে বিদায় নিচ্ছে অনেকের প্রিয়জনরা। বিদায় সালে অনেকেই পেয়েছি আবার হারিয়েছিও। হারিয়েছি অনেক গুণীজন, হারিয়েছি অনেক কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ অসংখ্য নেতাকর্মীকে। আবার পেয়েছি অনেক নতুন মুখ, নব প্রজন্মকে। এক নির্মল পরিবেশে অনেক প্রত্যাশায় পৃথিবী বরণ করতে যাচ্ছে আরও একটি নবীন বছরকে। জানি না গত সালগুলোর শনির দৃষ্টি এড়িয়ে কিভাবে বয়ে চলবে এই নতুন বছর। যদিও অশুভ দূর করার কোন অঙ্গীকার একান্ত অনুপস্থিত। তবুও কি আর করা। আসুন, নতুন এ বছরে আমাদের সবার প্রার্থনা ও প্রত্যাশা হোক সব শ্রেণীর সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ তথা শান্তির পৃথিবী। স্বাগতম ২০১৭। ডুমুরিয়া, খুলনা থেকে
×