ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কারিগরি ও মাদ্রাসা বিভাগ পরিবহন পুল ভবনে স্থানান্তর হচ্ছে

প্রকাশিত: ০৯:১৩, ২১ ডিসেম্বর ২০১৬

কারিগরি ও মাদ্রাসা বিভাগ পরিবহন পুল ভবনে স্থানান্তর হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে বিভক্ত করার পর কারিগরি ও মাদ্রাসা বিভাগকে সচিবালয়ের বাইরে পরিবহন পুল ভবনে নেয়া হচ্ছে। কাজের পরিধি বৃদ্ধিতে স্থান সংকুলান না হওয়ায় স্থানান্তরিত হচ্ছে নতুন বিভাগটি। পরিবহন পুল ভবনের অষ্টম ও নবম তলায় শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এ বিভাগের দাফতরিক কাজ চলবে। প্রশাসনিক নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবকে সংবর্ধনা দেয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রথম সচিব মোঃ আলমগীর সচিবালয়ের পাশেই সচিবালয় লিংক রোডে পরিবহন পুল ভবনে অফিস করা শুরু করেছেন। আগে থেকেই এ ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের আইন ও অডিট শাখার কার্যক্রম চলত। কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ছাড়াও দুজন অতিরিক্ত সচিব পরিবহন পুল ভবনে অফিস করা শুরু করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন সচিবের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্ব ও কাজের পরিধি বিবেচনা করে দুটি বিভাগে ভাগ করেছে। ভাগ হলেও আমরা সবাই মিলে একটিই শিক্ষা পরিবার। সবার লক্ষ্য, সমগ্র জাতির শিক্ষা, জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করা।
×