ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্ষবরণ উৎসবে

যৌন নিপীড়নের মামলার অভিযোগপত্র দাখিল

প্রকাশিত: ০৯:১৩, ২১ ডিসেম্বর ২০১৬

যৌন নিপীড়নের মামলার অভিযোগপত্র দাখিল

স্টাফ রিপোর্টার ॥ গত বছর পহেলা বৈশাখের বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। অভিযোগপত্রে গ্রেফতারকৃত মোঃ কামাল হোসেনই একমাত্র আসামি। কোর্ট রিপোর্টার জানান, মামলাটি পুনরুজ্জীবিত হওয়ার প্রায় ১১ মাস পর মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা পুলিশের তদন্ত ব্যুরোর (পিবিআই) পরিদর্শক আবদুর রাজ্জাক অভিযোগপত্রটি দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) পার্থ চট্টোপাধ্যায় জানান, অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে মোট ৩৪ জনকে সাক্ষী করেছেন তদন্তকারী কর্মকর্তা। পিবিআইয়ের প্রধান ডিআইজি বনজ কুমার ভৌমিক জানান, অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাতে একমাত্র আসামি কামাল হোসেন। মামলার তদন্তে কামাল ঘটনার সঙ্গে জড়িত বলে বেরিয়ে এসেছে। ওই ঘটনায় আর কাউকে পিবিআই শনাক্ত করতে পারেনি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার পাশাপাশি গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকবে।
×