ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় ॥ নাসিম

প্রকাশিত: ০৯:০৪, ২১ ডিসেম্বর ২০১৬

সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় দেশ পরিচালনার সুযোগ পেলে স্বাস্থ্যসেবায় বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে। হাসপাতালে যেসব রোগী আসবে বাবা-মা, ভাই-বোন মনে করে তাদের সেবা দিতে হবে। সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। মঙ্গলবার দুপুরে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যসচিব মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার, স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ডিজি ডাঃ মোস্তফা সারোয়ার এবং নবনিযুক্ত নার্স ফেরদৌসী আক্তার বক্তব্য রাখেন। বিজয়ের মাসে প্রায় ১০ হাজার নার্স নিয়োগ জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার উল্লেখ করে নাসিম বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায়। এর আগে মন্ত্রী বিভিন্ন জেলায় নতুন যোগদান করা নার্সদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মিডওয়াইফারি সার্টিফিকেট কোর্সের ১ম ব্যাচের পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী রাজশাহী নার্সিং কলেজের নাসিমা খাতুনের হাতে সনদ তুলে দেন। গত ১৫ ডিসেম্বর সারাদেশে নতুন ৯ হাজার ৪৭৮ সিনিয়র স্টাফ নার্স বিভিন্ন সরকারী হাসপাতালে যোগদান করেন।
×