ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় পাচারের শিকার ৫৯ বাংলাদেশী উদ্ধার

প্রকাশিত: ০৯:০৩, ২১ ডিসেম্বর ২০১৬

মালয়েশিয়ায় পাচারের শিকার ৫৯ বাংলাদেশী উদ্ধার

বিডিনিউজ ॥ মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কুয়ালালামপুরের দুটি ভবনে অভিযান চালিয়ে ৫৯ বাংলাদেশীকে উদ্ধার করেছে, যারা চাকরির আশায় দালালের খপ্পরে পড়ে পাচারের শিকার হয়েছিলেন। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলীকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে দেসা পেতালিং এলাকার দুই ভবনে অভিযান চালিয়ে ওই বাংলাদেশীদের উদ্ধার করা হয়। অভিযানে দালাল সন্দেহে এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই আস্তানা দেখাশোনার দায়িত্বে থাকা বাংলাদেশী বংশোদ্ভূত দুই ব্যক্তি ও এক নারীকেও পুলিশ গ্রেফতার করেছে। অল্প জায়গার মধ্যে গাদাগাদি করে আটকে রাখা হতো ওই বাংলাদেশীদের। কথামত না চললে বা পালানোর চেষ্টা করলে তাদের শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দেয়া হতো বলেও জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক। আস্তানার একটি কক্ষ থেকে কম্পিউটার, প্রিন্টার ও বাংলাদেশী পাসপোর্ট উদ্ধারের কথা জানিয়ে অভিবাসন বিভাগের কর্মকর্তারা জানান, চক্রটি ভুয়া ইমিগ্রেশন স্টিকার ছাপার সঙ্গেও জড়িত বলে তারা ধারণা করছেন। উদ্ধার হওয়া বাংলাদেশীরা মালয়েশীয় কর্মকর্তাদের বলেছেন, ইন্দোনেশিয়াতেও তাদের একটি আস্তানায় রাখা হয়েছিল, যেখানে ওই চক্রের লোকজন তাদের পাহারা দিত।
×