ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৈকতে পর্যটক হয়রানি রোধে পদক্ষেপ

প্রকাশিত: ০৬:০০, ২১ ডিসেম্বর ২০১৬

সৈকতে পর্যটক হয়রানি রোধে পদক্ষেপ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সৈকতে পর্যটকদের হয়রানি রোধে কিটকট, ভ্রাম্যমাণ ফটোগ্রাফার ও জেট স্কী কর্মীদের নির্দিষ্ট পোশাক দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। পোশাকগুলোতে সামনের অংশে কিটকট, ফটোগ্রাফার ও জেট স্কীর নির্ধারিত মূল্য লেখা থাকবে। পেছনে লেখা থাকবে ট্যুরিস্ট পুলিশের হেল্পডেস্কের নম্বর। কোন পর্যটক হয়রানির শিকার হলে ওই নম্বরে কল করলে ১০ মিনিটের মধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এসপি হোসাইন মোঃ রায়হান কাজেমী বলেন, প্রত্যেকটা পোশাকে নাম্বারিং করা থাকবে। এতে ওই কর্মীকে সহজে শনাক্ত করা যাবে। জানা যায়, সমুদ্র সৈকতে বিভিন্নভাবে প্রতারিত হয়ে আসছিলেন আগত পর্যটকরা। কিটকট, বীচ বাইক ও ফটোগ্রাফাররা ইচ্ছামতো অতিরিক্ত টাকা হাতিয়ে নিত পর্যটকদের কাছ থেকে। তাদের বিরুদ্ধে পর্যটকদের অহরহ অভিযোগের ভিত্তিতে ওই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান এসপি কাজেমী। তিনি আরও জানান, ফটোগ্রাফারদের পোশাকের রং লাল, কিটকট কর্মীদের সবুজ ও বীচ বাইক কর্মীদের কমলা রঙের পোশাক দেয়া হবে। শীঘ্রই এসব পোশাক হস্তান্তর করা হবে। ত্রিশালে সাবেক এমপিসহ ১৭ জনের বিরুদ্ধে পরোয়ানা মুক্তিযোদ্ধা হত্যা মামলা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশালে মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিসুর রহমান মানিকসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ময়মনসিংহের আদালত। ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ মঙ্গলবার এক আদেশে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জানা গেছে, ত্রিশালের কানিহারি আহাম্মদাবাদ কলেজ মাঠে ১৯৭৪ সালের ২৭ নবেম্বর আসামিরা মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদকে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় আব্দুল মাজেদের পুত্র লোকমান হেকিম ঘটনার ৪২ বছর পর বাদী হয়ে গত ৮ মার্চ জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান মানিকসহ ১৭ জনকে আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা দায়ের করেন। গ্রেফতারি পরোয়ানা জারির অপর আসামিরা হচ্ছে- সামছুল হক বাচ্চু, মোখলেছুর রহমান মুকুল, আদিল সরকার, মাওলানা মোফাজ্জল হোসেন, সাইদুর রহমান রতন, হাছেন আলী খাঁ, নাজিমুদ্দিন মেম্বার, মুকুল মাস্টার, আব্দুল করিম মাস্টার, তৌহিদুর রহমান কোহিনুর, বাদশা বেপারী, দুদু বেপারী, মজিবর রহমান, সামছুল হক ফকির, সুরুজ আলী ও খাদেম আলী।
×