ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

প্রকাশিত: ০৫:৫৯, ২১ ডিসেম্বর ২০১৬

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া খুটাখালীতে সড়ক দুর্ঘটনায় রোমা আকতার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মেদাকচ্ছপিয়া ঢালায় এ ঘটনা ঘটে। নিহত রোমা আক্তার (১১) স্থানীয় মোহাম্মদ ফারুকের কন্যা এবং মেদাকচ্ছপিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেল ৩টায় রাস্তা পারাপার হওয়ার সময় চকরিয়ামুখী দ্রুতগামী যাত্রীবাহী মিউজিক গাড়ি ধাক্কা দেয়। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের হেলপার রিমন (১৮) এক যুবক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ৪টি ট্রাকের চালকসহ ৯ জন। সোমবার রাতে জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। অপরদিকে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বহনকারী জীপ গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি কর্মশালায় যোগদানের উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। সকাল ৯টা ৫ মিনিটের দিকে মান্দা উপজেলার সাবাইহাট ব্রিজের অদূরে চৌদ্দমাইল নামক স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জীপ গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও সৌভাগ্যক্রমে উপজেলা চেয়ারম্যান অক্ষত থেকে যান। তবে তার গাড়ির চালক সামান্য আহত হন। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ছাগির হোসেন প্রকাশ ছোট ছাগির অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। সোমবার রাত ১২টার দিকে নগরীর আগ্রাবাদ পানওয়ালা পাড়ার খিদার কলোনি থেকে ছাগিরকে গ্রেফতার করে ডবলমুুরিং থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা দেশী তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী ছাগিরের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে।
×